আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুর বিভাগ থেকে ২০ বছরে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন       দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯      

 width=
 

রমেক ছাত্রী হোস্টেলে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা: ইন্টার্নি চিকিৎসকদের ধর্মঘট

বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৩, রাত ০৮:৪০

ফরহাদুজ্জামান ফারুক: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের লেডিস হোস্টেলে বৃহস্পতিবার মধ্যরাতে ছাত্রলীগ নেতারা জোরপূর্বক ঢুকে ছাত্রীদের গালিগালাজ ও শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় ইন্টার্নি চিকিৎসকরা ধর্মঘট শুরু করেছে। এতে অচল হয়ে পড়েছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। হোস্টেল ছাত্রীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (বুধবার দিবাগত রাতে) মধ্যরাতে কলেজ ছাত্রলীগ নেতা সুমন ও মেরাজের নেতৃত্বে প্রায় ৩০/৪০ জন ছাত্রলীগ নেতাকর্মী লাঠিশোঠা নিয়ে ছাত্রী হোস্টেলে প্রবেশ করে। এসময় তারা ইন্টার্নি চিকিৎসক ও ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। কয়েকজন ছাত্রীকে জোর করে টেনে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। অনেককে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করতে থাকে। রাত ২ টায় বিষয়টি কলেজ অধ্যক্ষ এবং হাসপাতালের পরিচালককে জানানো হয়। এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে ইন্টার্নি চিকিৎসকরা হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। বেলা সাড়ে ১১ টায় তারা পরিচালকের রুম ঘেরাও করে দোষীদের বহিষ্কারের দাবী করেন। ইন্টার্নি চিকিৎসক ড. ইমতি উত্তরবাংলা ডটকমকে জানান, রাত ১২ টায় প্রধান ফটক খুলে মেয়েদের হোস্টেলে গভীর রাতে ৫০/৬০ জন পুরুষ লাঠিশোঠা নিয়ে প্রবেশ করে ছাত্রীদের লাঞ্ছিত ও গালিগালাজ করার বিষয়টি ইতিহাসে নজিরবিহীন। তিনি বলেন, আমাদের জুনিয়র ছাত্ররা যেভাবে আমাদের লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। তিনি বলেন, হামলাকারীদের মধ্যে মেরাজ ও সুমনকে আমরা চিনতে পেরেছি। শুধু তাই নয় হামলার সময় ডা. হোস্টেল সুপার ডা. চন্দনকে বিষয়টি জানানো হলেও তিনি এগিয়ে আসেন নি। অবিলম্বে তাদের গ্রেফতার ও বহিষ্কার গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া না অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে। এদিকে ধর্মঘটের কারণে হাসপাতালের চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে। প্রচণ্ড শীতে রোগীদের কোন চিকিৎসা হচ্ছে। বিনা চিকিৎসায় অন্তত ৬ জন মারা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কলেজ অধ্যক্ষ আব্দুর রউফ এর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের বৈঠক চলছিল। হাসপাতালের পরিচালক ডা. গোলাম মোস্তফা উত্তরবাংলা ডটকমকে জানিয়েছেন, ইন্টার্নি চিকিৎসকরা লিখিত আবেদন দিয়েছে। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য করুন


 

Link copied