আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন       নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু       কিশোরীগঞ্জে পাঁচতলা ভবন থেকে পড়ে এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু       উপজেলা নির্বাচনে জাপার প্রার্থী হতে চান না কেউ      

 width=
 

নীলফামারীতে সড়ক অবরোধ

রবিবার, ১৫ জুন ২০১৪, বিকাল ০৬:১৭

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৫ জুন॥ চাঁদাবাজির মামলাকে মিথ্যা আখ্যায়িত করে তা প্রত্যাহার ও গ্রেফতারকৃত সাত শ্রমিককে নিঃর্শতে মুক্তির দাবিতে দুই ঘন্টা সড়ক অবরোধ করেছে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইনিয়নের শ্রমিকরা। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা নীলফামারী-সৈয়দপুর সড়কের কালীতলায় সড়ক অবরোধ করে রাখে। এ সময় ওই সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী জানান, গত বছরের ১৯ এপ্রিল অটোরিক্স শ্রমিক আব্দুল জলিল বাদি হয়ে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাত শ্রমিকরে বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ঐ মামলায় ঐ সাত শ্রমিক নিম্ন আদালত থেকে জামিন নিয়ে গত ১১ জুন নীলফামারী চীফ জুডিশিয়াল ম্রাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে গ্রেফতারের নির্দেশ দিয়ে মামলাটি জেলা জজ আদালতে বদলী করেন। রবিবার শ্রমিকরা জজ আদালতে জামিনের আবেদন করলে আগামী ২৫ জুন শুনানীর দিন ধার্য্য করে আদালত।

এ অবস্থায় অবিলম্বে শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা ওই সড়ক অবরোধ করে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বলেন, সড়ক অবরোধ না করে আদালতের বিষয় আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার মেয়রের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা।

মন্তব্য করুন


 

Link copied