লাল রং এর লিপস্টিক মেয়েদের ব্যবহার করা উচিত। কারণ এতে মেয়েদের দেখতে অনেক বেশি আবেদনময়ী ও সুন্দর লাগে বলে বিশ্বাস করেন আমেরিকান অভিনেত্রী ডিটা ভন।
তিনি মনে করেন, লাল ঠোঁট পুরুষদের খুব সহজেই দুর্বল করে তুলতে পারে এবং আমাদের এ সময়ের মেয়েরা অনেকেই এটা জানেন।
এদিকে বলিউডের অনেক অভিনেত্রীই লাল রং ব্যবহার করতে ভালোবাসেন। এর তালিকার আছেন রেখা, বিপাশা বসু, মণিকা বেল্চি এবং নেহা ধূপিয়া। বেশিরভাগ সময়ই এসব অভিনেত্রীরা মেকআপ করার সময় ঠোঁটে লাল রংয়ের লিপস্টিক ব্যবহার করতে ভালোবাসেন।
আর কারিনা কাপুরতো বলিউডের জিকিউ ম্যাগাজিনের কাভারে মডেল হয়েছেন লাল ঠোঁটের পেইন্টে। ঐশ্বরিয়া রাই ২০১০ সালে কান চলচ্চিত্র উৎসবে এসেছিলেন তার ঠোঁটকে লাল রং-এ রাঙিয়ে।
তাই বলা যায় লালই মেয়েদের ভালো লাগা ও পুরুষদের আকর্ষণ করার মোক্ষম এক অস্ত্র।