আসন্ন রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচনে জাতীয় পার্টির সাবেক এমপি মসিউর রহমান রাঙ্গাকে দলীয় প্রার্থী ঘোষণা করায় রংপুরের সহস্রাধিক নেতা-কর্মী পদত্যাগ করেছে বলে জানাগেছে।
রংপুর পৌরসভার সাবেক মেয়র ও রংপুর জেলা জাপার সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুর রউফ মানিক রোববার দুপুর ১২টার দিকে এ গণপদত্যাগের কথা ঘোষণা করেন। তিনি দাবী করেন ৫ হাজার নেতার্কমী একযোগে পদত্যাগ করেছেন।
পদত্যাগের পাশাপাশি তৃণমূল জাতীয় পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করা হয়। জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাকে আহ্বায়ক ও জাহিদ হোসেন লুসিডকে সদস্য সচিব করে তৃণমূল জাতীয় পাটির জেলা কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মানিককে আহ্বায়ক ও সাবেক মহানগর কমিটির সদস্য সচিব এসএম ইয়াসিরকে সদস্য সচিব করে মহানগর তৃণমূল জাতীয় পার্টির কমিটি করা হয়েছে।
তৃণমূল জাতীয় পার্টির জেলা আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তাফা বলেন, “পার্টির চেয়ারম্যান এরশাদ একক সিদ্ধান্তে রাঙ্গাকে সমর্থন দিয়ে দলীয় নেতাকর্মীর মতামত উপেক্ষা করেছেন। তিনি কথা দিয়ে কথা না রাখায় আমরা গণহারে পদত্যাগ করছি এবং তৃণমূল জাতীয় পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছি।”
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের পক্ষ থেকে কাউকে মনোনয়ন দেয়া হবে না দলের প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের তিন তিনবার ঘোষণার পর রংপুর মহানগর কমিটির সাবেক আহ্বায়ক মসিউর রহমানকে রাঙ্গাকে ৬ নভেম্বর দলীয় মনোনয়ন দিয়েছেন। পরের দিন মনোনয়নবঞ্চিত দু’নেতা রংপুর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদ্য বিলুপ্ত রংপুর পৌরসভার মেয়র একেএম আবদুর রউফ মানিক বুধবার সন্ধ্যায় নগরীর রাজা রামমোহন ক্লাবে ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এক জরুরি বৈঠক করেন। বৈঠকে দলীয় মনোনয়ন প্রত্যাহারের আলটিমেটাম দেয়।