আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

লালমনিরহাটে অর্ধ কোটি টাকার ভেজাল সার-কীটনাশক উদ্ধার

বুধবার, ৩০ জানুয়ারী ২০১৩, রাত ০৯:৫৬

লালমনিরহাটের হাতীবান্ধায় বুধবার দুপুরে প্রায় অর্ধ কোটি টাকার ভেজাল সার ও কীটনাশক জব্দ করেছে কৃষি অধিদফতর। হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অডিটোরিয়াম বাজার সংলগ্ন মেসার্স মোর্শেদ সার ঘরে একাধিক গুদামে অভিযান চালায়। এ সময় বিভিন্ন গুদাম থেকে ইসলাম অ্যান্ড ব্রাদার্স কোং ও মোশারফ অ্রান্ড ব্রাদার্স কোং ’র প্রায় পাঁচ হাজার বস্তা টিএসপি সার ও রেলোথ্রিন, সুরক্ষা, অটোক্রোপ, মেলোডি ডুও, এসেন্ড, টপগ্রিণ, ভার্টিমেক্স, অ্যাডভান্ডডেন্স, ডাসমান্ড সহ বিভিন্ন কোম্পানির প্রায় সাতশত বোতল মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার করেন। ভেজাল সারের বস্তা গুলো ওজনে ৫০ কেজি থাকার কথা থাকলেও বাস্তবে ৩৯ থেকে ৪০ কেজি করে পাওয়া গেছে। পরে ওই সার গুলো জব্দ করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক গুলো ধ্বংস করা হয়েছে। অভিযানের সময় হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার অবগত করা হলেও তার কোনো সহযোগীতা না পাওয়ায় অভিযান চালাতে কিছুটা বিলম্ব হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান ও লালমনিরহাট কৃষি অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মজিদ জানান, অভিযানে উদ্ধারকৃত ভেজাল সারগুলো জব্দ করে নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। মেয়াদ উত্তীর্ণ কীটনাশকগুলো ধ্বংস করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন


 

Link copied