আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

কুড়িগ্রামে হরতাল: বিএনপি মিছিলে পুলিশের বাধা

সোমবার, ৪ ফেব্রুয়ারি ২০১৩, বিকাল ০৫:৫১

কুড়িগ্রাম: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক দুলুর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বড় ধরণের কোন সহিংসতা ছাড়া শেষ হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতালে জেলার কোথাও কোনো পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জানা গেছে, সকাল থেকেই শহরের বিভিন্ন মোড়গুলোতে অবস্থান নেয় বিপুলর পরিমাণ দাঙ্গা পুলিশ। রাস্তায় টহল দিতে দেখা যায় পুলিশ ভ্যান। হরতালে দুরপাল্লার ও আভ্যন্তরীণ রুটের কোনো যানবাহন কুড়িগ্রাম ছেড়ে যায়নি। তবে অল্পসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকসা, নছিমন-করিমন চলাচল করছে। এতে বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীদের গন্তব্যে যেতে পড়তে হয় চরম ভোগান্তিতে। শহরের দোকান-পাটগুলো বন্ধ ছিল। রাস্তায় জনসমাগম অত্যন্ত কম। এদিকে, ভোরে হরতাল শুরুর আগেই বিপুল সংখ্যক পুলিশ অবরুদ্ধ করে রাখে পুরাতন পোষ্ট অফিস পাড়াস্থ কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়। পরে সকাল ৯ টায় অনেকটা জোর করেই হরতালের সর্মথনে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের করে কুড়িগ্রাম জেলা বিএনপি। মিছিলটি শহরের বাজার সড়ক দিয়ে দাদামোড় হয়ে ঘোষপাড়ায় আসলে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে পুলিশী বাধার মুখে নেতাকর্মীরা বিএনপি দলীয় কার্যালয়ে ফিরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, আশরাফুল হক রুবেল, রফিকুল ইসলাম রফিক, আব্দুর রহমান, নাদিম আহমেদ, সাজ্জাদ চৌধুরী ব্রাইট, আবু হানিফ বিপ্লব, আবু দারদা হেলাল, মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব প্রমুখ।

মন্তব্য করুন


 

Link copied