আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

হাজার বধ্যভূমির এই দেশ আবার উঠেছে জেগে

বুধবার, ৬ ফেব্রুয়ারি ২০১৩, বিকাল ০৭:৫৩

জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে বুধবার সকাল থেকেই টাউন হল চত্বরের শহীদ মিনারে শিল্পী সমাজের গণ-জমায়েত হয়। শিল্পীদের কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী গানে শ্লোগানে ছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর দেয়া রায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভাষা। “ফাঁসি চাই, ফাঁসি চাই আর মোদের দাবি নাই” এমন শ্লোগান আর “তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি” গানে মুখরিত বিভিন্ন পেশার মানুষ। টাউন হল চত্বরের নাট্য ও সাংস্কৃতিক সংগঠনসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, ১৪ দলের নেতাকর্মী ও সাধারণ মানুষদের অংশগ্রহণে ছিলো কাদের মোল্লার বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধে ট্রাইব্যুনালের দেয়া রায় পরিবর্তন করে ফাঁসির জোরালো দাবি। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, সাখওয়াত হোসেন রাঙ্গা, আওয়ামী নেতা ও মুক্তিযোদ্ধার সন্তান এডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক, দেলোয়ার, বেতার শিল্পী আরিফুল ইসলাম, কণ্ঠ শিল্পী রনজিত, হাবিব, মামুন প্রমুখ। শিল্পীরা গানের মাঝে মাঝে প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন। এসময় বিপ্লব প্রসাদ বলেন, জাতিকে বোকা বানিয়ে কোন রায় দিলে তা কোনো দিনও মেনে নেবে না বীরের এ জাতি। তিরিশ লক্ষ শহীদের রক্ত, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি, হত্যা-খুন, লুটপাট অস্বীকার করার ইতিহাস নয়। সেই ইতিহাসে জামায়াত যে কলঙ্ক লেপন করেছে তা জনতাকে সাথে নিয়েই মুছে ফেলা হবে। অন্যদিকে সাখাওয়াত রাঙ্গা গানের সুরে বলেন, যুদ্ধাপরাধীরা তোমাদের বিচার করবে যারা -আজ জেগেছে সেই জনতা। তিনি বলেন, ৭১’র চিহ্নিত কোনো অপরাধীদের ক্ষমা করা রাষ্ট্রের ঠিক হবে না। এদিকে কাদের মোল্লা সহ সকল মানবতা-বিরোধীদের ফাঁসির দাবিতে দেশবাসী এক হও-জেগে ওঠো এই আহবান রেখে প্রতিবাদী শিল্পীরা সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান নেন।

 

মন্তব্য করুন


 

Link copied