আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

নীলফামারীতে সাংবাদিকের বাসভবনে জামাত শিবিরের হামলায় প্রতিবাদের ঝড়

বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৩, রাত ১০:১৪

নিজস্ব সংবাদদাতা॥ নীলফামারীস্থ দৈনিক জনকণ্ঠের নিজস্বসংবাদদাতা তাহমিন হক ববির বাসভবনে জামাত শিবির কর্তৃক হামলার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। বুধবার গণজাগরণ মঞ্চে প্রতিবাদ সভা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মহল থেকে এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করা হয়। অপর দিকে জামাত শিবিরের হামলার ঘটনায় নীলফামারী থানা তাহমিন হক ববি অভিযোগ দায়ের করেছে। গণজাগরণ মঞ্চের প্রতিবাদ সভায় বক্তারা বলেন নীলফামারীর বিশিষ্ট সাংবাদিক জনকণ্ঠের রিপোর্টার গণজাগরণ মঞ্চে বিরামহীনভাবে উপস্থাপনার দায়িত্ব পালন করে আসছে। তার বলিষ্ঠ উপস্থাপনায় জামাত শিবির ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে হামলা চালিয়েছে তা সু-স্পষ্ট হয়ে উঠেছে। এই হামলা কোনভাবেই মেনে নেয়া যায়না। আজ সকলকে জামাত শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মমতাজুল হক, সিপিবি সভাপতি শ্রীদাম দাস, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়,স্বাধীনতা চিকিৎক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মজিবুল হাসান শাহীন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সায়িদ মাহমুদ, সাংবাদিক ভুবন রায় নিখিল, সাংবাদিক মামুন, সাংবাদিক কাজল,সাংবাদিক আব্দুল বারী প্রমুখ। অপর দিকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন টিআইবির পক্ষে নীলফামারী এরিয়া ম্যানেজার আশরাফ মাহমুদ, ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ডিমলা উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন সরকার, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ওবায়দুর সরকার, কিশোরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বাবুল ,ডোমার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, ডিমলা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সরদার ফজলুল হক, জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তাফা, কিশোরীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজল কাদির, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আবু-বিন-আজাদ রতন, নীলফামারী প্রেস ক্লাব,পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, মরাল সংঘের সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ। এদিকে জামাত শিবিরের হামলায় ঘটনায় তাহমিন ববি নিজে বাদী হয়ে নীলফামারী থানায় অভিযোগ দায়ের করেছে। নীলফামারী সদর থানার ওসি আবু আক্কাস আহম্মেদ বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে ।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাহবে। উল্লেখ যে সারা দেশের মতো কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবিতে নীলফামারীতে গণজাগরণ মঞ্চ চলছে। এই মঞ্চের উপস্থাপনা করছেন তাহমিন হক ববি। এই কারণেই মঙ্গলবার বিকাল ৪টা থেকে ৪টা ৩ মিনিট পর্যন্ত সারা দেশের ন্যায় নীলফামারীতে নীরবতা পালন কর্মসূচী চলছিল। ঠিক সে সময় শহরের আনন্দবাবুর পুল সংলগ্ন মার্কাস মসজিদ চত্বর থেকে নীলফামারী জেলা জামাতের আমির অধ্যাপক আজিজুল ইসলাম ও জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ নুর ইসলাম ও জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অবৈধভাবে লাঠি হাতে ২০০ থেকে ৩০০ অজ্ঞাত নেতাকর্মী জঙ্গি মিছিল নিয়ে শহরের কালিবাড়ি মোড়ের দিকে এগিয়ে আসার সময় সবুজপাড়া মহল্লায় তাহমিন হক ববির বাসভবনে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়। পুলিশ সহ সাধারণ মানুষজন ছুটে এলে জামাত শিবিরের সন্ত্রাসী জঙ্গিরা পালিয়ে যায়।

মন্তব্য করুন


 

Link copied