বিনোদন ডেস্ক: ইতিমধ্যে বিভিন্ন ছবিতে খোলামেলা হয়ে অভিনয় করেছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী কাটরিনা কাইফ। কিন্তু নিজের অভিনীত প্রথম ছবি ‘বোম্ব’কে এক্ষেত্রে ছাড়িয়ে এখন পর্যন্ত যেতে পারেননি তিনি। এ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এমনকি খলনায়ক গুলশন গ্রোভারের সঙ্গে রগরগে দৃশ্যে কাজও করেছিলেন কাটরিনা। এ ছবিতে বিকিনি পরেও ক্যামেরাবন্দি হন তিনি। এদিকে ‘বোম্ব’র দীর্ঘদিন পর এবার সর্বোচ্চ খোলামেলা হয়ে পর্দায় আসতে যাচ্ছেন কাটরিনা। এবারের ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। সম্প্রতি এ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিতে একজন বার গার্লরূপে দেখা যাবে কাটরিনাকে। এ ছবির বেশ কিছু দৃশ্যে বিকিনি পরে বিভিন্ন বিচে কাজ করবেন এ অভিনেত্রী। বিষয়টি ইতিমধ্যে ফলাও করে প্রচার করা শুরু করেছে ভারতীয় মিডিয়াগুলো। এদিকে এই ছবির পোশাক পরিকল্পনার জন্য বলা হয়েছে বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার মনিষ মালহোত্রাকে। বিকিনির ডিজাইনও তিনি করবেন। আর কাটরিনার পছন্দের ডিজাইনারও হলেন মনিষ। তাদের মধ্যে শুরু থেকেই বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এদিকে প্রেমিকা কাটরিনা ব্যাপক খোলামেলা হয়ে পর্দায় আসার ব্যাপারে পজিটিভ মনোভাবই দেখিয়েছেন সালমান খান। এ বিষয়ে সম্প্রতি সালমানকে একটি প্রশ্ন ছুড়ে দেয়া হলে তিনি বলেন, একটি চরিত্রকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে হলে অনেক কিছুই করতে হয়, যেটা আমিও করে থাকি। আর এটা যার যার ব্যক্তিগত বিষয়। চরিত্রের প্রয়োজনে কাটরিনাও এমন পোশাক পরতেই পারেন। জানা গেছে, প্রযোজক আদিত্য চোপড়া এই ছবির কাজ শুরু করতে যাচ্ছেন চলতি বছরের মে মাস থেকে। এ ছবিতে বিকিনি পরে ও খোলামেলা হয়ে অভিনয় করা
প্রসঙ্গে কাটরিনা জানান, বিকিনি কিংবা সুইমস্যুট আমার কাছে কোন বড় বিষয় নয়। এ ধরনের পোশাকে আমি মডেলিং অনেক করেছি। ছবিও করেছি। তবে এবার দীর্ঘদিন পর করছি। আসলে দর্শকরা তো হট কাটরিনাকেই দেখতে চায়। আর বিকিনি পরবো কিংবা খোলামেলা হবো চরিত্রের প্রয়োজনেই। আমি বেশ আরামের সঙ্গেই দৃশ্যগুলোর শুটিং করতে পারবো বলে বিশ্বাস করি।