ঠাকুরগাঁও প্রতিনিধি : সীমান্তবর্তী ঠাকুরগাঁও জেলার অন্তর্গত হরিপুর উপজেলায় একই দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুই কিশোরী।
বুধবার সকাল ৭ টায় হরিপুর উপজেলার ভেটনা গ্রামের মানিক হোসেনের বাড়ির একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দু’জন কিশোরীর মধ্যে আনোয়ারা (১৭) ভেটনা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এবং ফাতেমা (১৭) একই গ্রামের মানিক হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আনোয়ারা যাদুরানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়াশুনা করতো, কিন্তু ফাতেমা পড়াশোনা করতো না। পুলিশ দু’জনের লাশ উদ্ধার করলেও, প্রাথমিকভাবে তাদরে আত্মহত্যার কারণ এখনো জানায় নি।