খায়রুল ইসলাম গাইবান্ধা থেকে: বিএনপির ভারপ্রাপ্ত মহা সচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের গ্রেফতারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপি বুধবার গাইবান্ধা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে।
বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গাইবান্ধায় এ হরতাল চলবে। সংগঠনের জেলা সভাপতি আনিসুজ্জামান খান বাবু জানান, আন্দোলন চলাকালে বিএনপি নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার ও নির্যাতন এবং সর্বশেষ কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন। তিনি এর তীব্র নিন্দা এবং ভারপ্রাপ্ত মহা সচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের অবিলম্বে মুক্তির দাবি জানান।