ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৬ জানুয়ারী॥ খালেদা জিয়ার ডাকা লাগাতার দেশ ব্যাপী অবরোধ কর্মসূচীর প্রথম দিন মঙ্গলবার উত্তরের নীলফামারী জেলায় মাঠে ছিলনা ২০ দলের কোন নেতাকর্মী। ফলে কোথাও কোন মিছিল বা পিকেটিং এর খবর পাওয়া যায়নি।
জেলায় যানবাহন চলাচল করতে যেমন দেখা গেছে তেমনি খোলা ছিল শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত,ব্যাংক বীমা ও ব্যবসা প্রতিষ্ঠান। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। নীলফামারী রেলষ্টেশন থেকে রাহশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস,খুলনাগামী রকেট মেইল এবং জেলার সৈয়দপুর রেলষ্টেশন থেকে খুলনাগামী আন্তুঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেন ভোরে ও সকালে নিধারিত সময় ছেড়ে গেছে। অপর দিকে ভোরে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিতুমির এক্সপ্রেস এবং সকালে খুলনা থেকে আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে দুপুরে ও বিকালে যথাসময়ে নীলফামারী ও সৈয়দপুরে এসেছে এবং পুনরায় যাত্রী নিয়ে বিকালে ও সন্ধ্যায় ট্রেন দুটি আবার রাজশাহী ও খুলনা অভিমুখে ছেড়ে যায়।জেলার অভ্যান্তরিন ও দুর পাল্লার যাত্রীবাহী বাস ট্রাক চলাচল না করলেও পিক আপ ভ্যান এবং টেম্পু ,সিএনজি ও ইজিবাইক গুলো যাত্রী পরিবহন করতে দেখা যায়। জেলা ও উপজেলা শহরের গুরত্বপুর্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকায় জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পাওয়া যায়নি।