খায়রুল ইসলাম গাইবান্ধা থেকে: সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মরুয়াদহ বিলের জমি অবৈধ দখলদারের কবলে চলে যাওয়ায় ৫ শতাধিক জেলে বেকার হয়ে পড়েছে। ফলে জীবন জীবিকা নির্বাহে পৈত্রিক পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হতে বাধ্য হচ্ছে।
জানা গেছে, সুন্দরগঞ্জের এই মরুয়াদহ বিলটি প্রায় ২৯ একর জমি জুড়ে আবহমান কাল থেকেই বিরাজ করছে। এই বিলে মাছ ধরে আশেপাশের এলাকার প্রায় ৫ শতাধিক জেলে পরিবার তাদের জীবন জীবিকা নির্বাহ করে আসছে। সম্প্রতি বিলের উজানে মুখ বন্ধ হওয়ায় ক্রমান্বয়ে তলদেশ ভরাট হলে কতিপয় প্রভাবশালী ভূমিদস্যু বিল সংলগ্ন পতিত জমিগুলোতে মাটি ভরাট করে চাষাবাদ করতে শুরু করেছে। ফলে এভাবেই দিনের পর দিন বিলটির অধিকাংশ জমি অবৈধ দখলদারদের কবলে চলে গেছে। জেলেদের মাছ ধরার সুযোগও তাই অনেক কমে গেছে। সেই সাথে এই বিল নির্ভর দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের সরবরাহ কমে যাওয়ায় মৎস্য প্রধান এতদঞ্চলের এখন মাছের সংকট বিরাজ করছে। এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান খোরশেদ আলম মরুয়াদহ বিলটির জমি অবৈধ দখলদারদের খপ্পরে পড়েছে বলে স্বীকার করেন।
মৎস্যজীবি ক্ষিতিশ চন্দ্র, জয়ন্ত, সুশীল দাস, দেবেল দাসসহ অনেকে জানান, অবৈধ দখলদারদের কবলে ঐতিহ্যবাহী মরুয়াদহ বিলটি চলে যাওয়ায় বাপ-দাদার পেশা মৎস্য শিকার বন্ধ হয়ে পড়ায় তাদের আয়ের উৎস বলতে আর কিছুই নেই। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তাদের পক্ষ থেকে বিলটি অবৈধ দখলদার মুক্ত করতে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন মৎস্যজীবিরা। কিন্তু এখন পর্যন্ত বিলটি দখলমুক্ত করার কোন উদ্যোগ প্রশাসন গ্রহণ করেননি।