জয়পুরহাট: জয়পুরহাটে রেল লাইনের ফিসপ্লেট মেরামতের পর ফের শুরু হয়েছে ট্রেন চলাচল। ৬ ঘন্টা বন্ধ থাকার পর সকাল ১১টায় রেল যোগাযোগ শুরু হয়।
এর আগে ভোর ৫টায় জয়পুরহাটের উরী ব্রিজ এলাকায় রেল লাইনের প্রায় ৩৬ ফুট অংশের ফিসপ্লেট খুলে নেয় দুর্বৃত্তরা। এতে জয়পুরহাটের সাথে ঢাকা, খুলনা, রাজশাহী, পার্বতীপুর ও দিনাজপুরের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার ভোরে রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলার ঘটনা জানার পর ওই রুটের সব স্টেশনগুলোতে তা জানিয়ে দেয়া হয়। এরপরই বিভিন্ন স্থানে অভিমুখী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) বিমান চন্দ্র কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধকে কেন্দ্র করে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। রেল কর্তৃপক্ষ লাইন মেরামতের কাজ করছে।
জয়পুরহাট স্টেশন মাস্টার নূরুল ইসলাম জানান, লাইন তুলে ফেলায় ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে রেল লাইন মেরামতের কাজ শেষে ১১টায় ট্রেন চলাচল শুরু হয় ।