আর্কাইভ  বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪ ● ৪ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: আজকের মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর –রংপুরে স্পীকার       রংপুরে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার       কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       

 width=
 

সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

শনিবার, ১০ জানুয়ারী ২০১৫, দুপুর ০২:২৩

বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির পঞ্চম দিন শনিবার বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে ধানবান্ধি মহল্লা থেকে অবরোধের সমর্থনে মিছিল বের বরে বিএনপি নেতাকর্মীরা।

মিছিল নিয়ে শহরে যাওয়ার পথে জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে ৩০ রাউন্ড টিয়ার শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে করেছেন।

মন্তব্য করুন


 

Link copied