ডেস্ক: আইটেম গার্ল হিসেবেই খ্যাতি কুড়িয়েছেন বিপাশা কবির। কিছুদিন আগে ‘গুণ্ডামি’ নামের একটি ছবিতে একক নায়িকা হিসেবেও কাজ শুরু করেছেন। এবার বিপাশার সঙ্গে ব্যতিক্রমধর্মী একটি গানে মুজরা নাচলেন খ্যাতিমান চার অভিনেতা-সৈয়দ হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, আবুল হায়াত ও আমিরুল হক। এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের একটি সিচুয়েশনাল গানে মুজরা নাচতে দেখা যাবে তাঁদের। নৃত্য নির্দেশনায় ইমদাদুল হক খোকন। বিশেষ এই গানটির শুটিং হয়েছে গত ৮ জানুয়ারি রাতে বিএফডিসির মুক্তিযোদ্ধা জসীম ফ্লোরে।
‘পিঁপড়া পিছে লেগেছে’ শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন মিমি। বিপাশা বলেন, ‘এর আগে ২৪টিরও বেশি আইটেম গানে পারফর্ম করলেও সিচুয়েশনাল গানে মুজরা নাচলাম এবারই প্রথম। তাও আমার সঙ্গে ছিলেন খ্যাতিমান অভিনেতারা। এটা সত্যিই বড় এক পাওয়া।’ সৈয়দ হাসান ইমাম বলেন, ‘গল্প ও চরিত্রের প্রয়োজনে অনেক কিছুই করতে হয়। অলিকের ছবিতে আমরা চারজন একটি ব্যতিক্রম কাজ করেছি। বিপাশা খুব ভালো পারফর্মার।’