সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিপাড়ের মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় মঙ্গলবার সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা (৩২) মংমনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কিসমতনড়াইল গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি কয়লা বোঝাই ট্রাক (বগুড়া ট-১১-০২২৩) এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৮-০৯২৬) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন।
তাদেরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় মাসুদ মারা যান। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি (ওসি) মনে করেন।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, আহত তিনজনের চিকিৎসা চলছে।