আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

রংপুরে বাসে আগুন, নিহত ৪

বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫, সকাল ০৮:৪৭

আহত হয়েছেন আরও ২০জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে কুড়িগ্রাম জেলার চিলমারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস খলিল পরিবহন (ঢাকা মেট্টো ব-০১১-৬৮৬০) রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন  এলাকায় পৌঁছলে বাসটিকে লক্ষ্য করে পিকেটাররা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে পুরো বাসটিতে দ্রুত আগুন ধরে যায়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অবরোধকারীরা রাতের অন্ধকারে চোরাগুপ্তা হামলা চালিয়ে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে চলে যায়। এতে অগ্নিদগ্ধ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আর একজনের শুধু মাথার অংশ পাওয়া গেছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

তিনি জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জামায়াত-শিবিরের আট কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট বিভাগের ইন্টার্নি চিকিৎসক আমিমুল আহসান রাফি জানান, অগ্নিদগ্ধদের মধ্যে অনেকেরই শরীরের ৯০ভাগ ঝলসে গেছে। এদের মধ্যে অবস্থা ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য করুন


 

Link copied