Templates by BIGtheme NET
আজ- রবিবার, ৯ মে, ২০২১ ::২৬ বৈশাখ ১৪২৮ :: সময়- ৯ : ৫৭ অপরাহ্ন
Home / রংপুর / শান্তির জন্য পদযাত্রায় জাগো রংপুর

শান্তির জন্য পদযাত্রায় জাগো রংপুর

jago rnpফরহাদুজ্জামান ফারুক, স্টাফ রিপোর্টার: অবরোধের নামে নৈরাজ্য, সন্ত্রাস ও সাম্প্রদায়িক জঙ্গী কর্মকান্ডের বিরুদ্ধে শান্তির জন্য পদযাত্রা করেছে জাগো রংপুর।

বুধবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে বের হওয়া পদযাত্রাটি নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগসহ সহযোগি অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নেতাকর্মী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

পদযাত্রা থেকে সারাদেশে হরতাল অবরোধে চলমান রাজনৈতিক সহিংসতা রোধে জনগনকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে লিফলেট বিলি করা হয়।

পরে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, মহানগর দোকান মালিক সমিতির সেক্রেটারী রেজাউল ইসলাম মিলনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতাকর্মী, সংস্কৃতিকর্মী, চিকিৎসক ও শিক্ষকবৃন্দ।

এসময় বক্তারা মিঠাপুকুরের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সারাদেশে রাজনীতির নামে বিএনপি-জামায়াত বোমা মেরে মানুষ হত্যা, সড়কপথ, রেলপথ ও নৌপথে সহিংসতা এবং নাশকতা চালাচ্ছে।

সহিংসতামূলক রাজনৈতিক কর্মকান্ড প্রতিরোধে দেশ প্রেমিক প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবন্ধ হবার আহ্বান জানান তারা।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful