রবিউল হাসান, হাতীবান্ধা, লালমনিরহাট প্রতিনিধি: চলছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। বৃহস্পতিবার লালমনিরহাটের হাতীবান্ধা ২ নং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় শিক্ষা মেলার। কিন্তু ওই মেলায় সভাস্থলে শ্রেণী কক্ষ থেকে ভারি বেঞ্চ এনে বসাতে অনেক ক্ষুদেশিশুকেই নাকাল হতে দেখা গেছে। বিষয়টি অনৈতিক হওয়ায় হতাশ ও ক্ষুদ্ধ অভিভাবকরাও।
তবে ওই অনুষ্ঠানের শুরু থেকেই উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্বাছ আলী ভুইঁয়ার উপস্থিতিতে এ ধরণের ঘটনা ঘটলেও তিনিও যেন দেখেও না দেখার ভ্যান করে ছিলেন। পরে অবশ্য এ ব্যাপারে তিনি প্রতিনিধির কাছে দাবি করে বলেন, বিষয়টি আমি জানতাম না। আর শিশুদের দিয়ে ভারি বেঞ্চ পরিবহন অবশ্যই মানবাধিকার লংঘন। তাই কারা এ ধরণের কাজ শিশুদের দিয়ে করেছে তা তিনি দেখবেন বলে আশ্বাস দেন।
একই কথা বলেন, অনুষ্ঠানের সভাপতি হাতীবান্ধা উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুবুর রহমান। তিনি এ ধরণের কাজ কখনই সমর্থন নয় উল্লেখ করে বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।
এদিকে শিশুদের দিয়ে ভারি বেঞ্চ পরিবহনের বিষয়টি দেখে অনেক অভিভাবকই ক্ষোভ প্রকাশ করেছেন। তাই শিশুদের দিয়ে অনৈতিক কাজ করে নেয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।
অপরদিকে হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, সরকারীভাবে বরাদ্দকৃত টাকায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। কিন্তু সভাস্থলে ভারি বেঞ্চ বসাতে হলে সেই বরাদ্দকৃত টাকায় ডেকোরেটর ভাড়া করে ওই কাজ সম্পন্ন করার কথা। এই অবস্থায় শিশুদের দিয়ে শ্রেণি কক্ষের ভারি বেঞ্জ সরবরাহের বিষয়টি আদৌ যুক্তিযুক্ত নয় বলে প্রাথমিক শিক্ষা অফিসের একধিক সুত্র প্রতিনিধিকে নিশ্চিত করেছে।