আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

 width=
 
শিরোনাম: রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর       কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি      

 width=
 

লালমনিরহাটে জ্বালানী সংকটে তেল পাম্প বন্ধের উপক্রম

শনিবার, ১৭ জানুয়ারী ২০১৫, রাত ১১:১০

 নিয়াজ আহম্মেদ সিপন, লালমনিরহাট প্রতিনিধি: বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধে লালমনিরহাটে জ্বালানী তেলের সংকটে তেল পাম্পগুলো বন্ধের উপক্রম হয়ে পড়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী বাড়তি মুনাফায় তেল বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। ফিলিং ষ্টেশনগুলো জানান, চলমান অবরোধ কর্মসুচির কারনে তেলের লড়িগুলো আসছে  না। পুলিশ পাহারায় এলেও পরিবহন খরচ বেশী এবং তাতে অনেকটাই ঝুকি থাকায় পাম্প মালিকদের আগ্রহ অনেকটা কম। টানা অবরোধের কবলে পড়ে পাম্পগুলোর মজুদ রাখা তেল প্রায় শুন্যের কোঠায়। তেল শেষ হওয়ায় কোন কোন পাম্প ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। ফলে এসব পাম্পে আসা গ্রাহকরা তেল ছাড়াই শুন্য হাতে ফিরে যাচ্ছেন। এমন দৃশ্য চোখে পড়ে লালমনিরহাটের কালীগঞ্জের রওশন ফিলিং ষ্টেশনে। সেখানে  ডিজেল নিতে আসা চরাঞ্চলের কৃষক আবু ছালেক মিয়া জনান, ডিজেলের অভাবে মেশিন বন্ধ রয়েছে সেচ দিতে পারছেন বোরো ধানের জমিতে। পাম্পে তেল নিতে এসে খালি হাতে বাড়ি ফিরছেন অনেকটা হতাশায়। পাম্পগুলোতে তেল না থাকলেও খুচরা বাজারে অনেক অসাধূ ব্যবসায়ীর মজুদ রাখা তেল পাওয়া যাচ্ছে। সে ক্ষেত্রে লিটার প্রতি গুনতে হচ্ছে বাড়তি ২০/২৫টাকা। মোটর সাইকেল চালক সাগর জানান, সকালের পাম্পে গিয়ে তেল না পেয়ে খুচরা বাজারে অনেক চেষ্টা করে এক লিটার পেট্রোল পেয়েছেন কিন্তু গুনতে হয়েছে ১শত ২০টকা। কালীগঞ্জের রওশন ফিলিং ষ্টেশনের ম্যানেজার মিন্টু মিয়া জানান, অবরোধের কারণে নাশকতার অশংকায় বাঘাবাড়ি থেকে তেলবাহী গাড়ি নিয়ে আসা সম্ভব হচ্ছে না। পাম্প তেল শুন্য  হওয়ায় আপাতত বন্ধ রয়েছে। জেলা তেল মনিটিরিং কমিটির সভাপতি লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, যেসব পাম্প মালিক নিরাপত্তা চেয়েছে তাদের তেলের লড়ি পুলিশ পাহারায় পাম্পে পৌছানো হচ্ছে। তবে কালীগঞ্জে তেল শুন্যের বিষয়টি তিনি খতিয়ে দেখছেন বলেও জানান।

মন্তব্য করুন


 

Link copied