ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৯ জানুয়ারী॥ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধের কবলে পড়ে নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরের শিল্প- বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলেছে।
পণ্যবাহী ট্রাকে সহিংসতার কারণে শিল্পের কাঁচামাল আনতে পারছেন না মালিকরা। ফলে কারখানায় দুই শিফটের বদলে কাজ হচ্ছে এক শিফটে। এতে করে সৈয়দপুর বিসিক শিল্প নগরীসহ দুই শতাধিক শিল্প-কারখানা বন্ধের উপক্রম হয়েছে। ইতোমধ্যে কাঁচামাল সংকটে বিসিক শিল্প নগরীর ৪টি শিল্প- কারখানা বন্ধ হয়ে গেছে। উৎপাদন থমকে যাওয়ায় দৈনিক ক্ষতি হচ্ছে গড়ে ১০ লাখ টাকা।
বিসিক শিল্প নগরীর শিল্প মালিকরা জানান, অবরোধে তারা উৎপাদনের কাজে লাগা কাচা মাল আনতে পারছেনা যেমন,তেমনি উৎপাদিত শিল্পের বাজারজাত করতে হচ্ছেনা। কারন ঝুঁকি নিয়ে তারা এই অবরোধে পণ্যবাহী ট্রাক সড়কে চলচলে সাহস পাচ্ছেনা। এতে উৎপাদিত পণ্য বাজারজাত করতে না পারায় গুদামে আটকা পড়েছে লাখ লাখ টাকার পণ্য। এ ছাড়া কাচা মাল পরিবহনে আনতে না পারায় শিল্পকারখানা গুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে বিসিকসহ অন্য শিল্প কারখানায় ব মিলিয়ে প্রায় দেড় হাজার শ্রমিকও কর্মহীন হওয়ার পথে বসেছে।
এদিকে সৈয়দপুরের পাইকারী ব্যবসায়ীরা জানান, অবরোধে রাস্তা ঘাটে নির্বিচারে গাড়ি ভাংচুর ও আগুন দেয়ার ঝুঁকি নিয়ে পণ্য পরিবহন কমে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পেতে শুরু করেছে। এ ভাবে লাগাতার অবরোধ চলতে থাকলে সামান্য যা পণ্য মজুদ রয়েছে তা দ্রুত শেষ হয়ে গেলে চরম সংকট সৃষ্টি হবে।