ডেস্ক: আগের বক্তব্য থেকে সরে এসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এক টাকা এবং দুই টাকার নোট ও কয়েন (ধাতব মুদ্রা) বাজারে থাকবে।
সোমবার সকালে এ কথা জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, এক ও দুই টাকার নোট এখনই উঠিয়ে দেওয়া হচ্ছে না। বাজারে যেসব নোট রয়েছে সেগুলো চলতে থাকবে। কিন্তু এইসব নোট একবার ব্যাংকে জমা দেওয়া হলে সেগুলো আর ছাড়া হবে না।
গতকাল তিনি প্রচলিত এক টাকা এবং দুই টাকার নোট ও কয়েন (ধাতব মুদ্রা) বাজার থেকে তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন।