ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৯ জানুয়ারী॥ নীলফামারীতে দশ দিন ব্যাপী অ্যাক্রোবেটিক ( শরীর চর্চা) কর্মশালা শেষে শেষ হয়েছে। এ উপলক্ষ্যে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলার কালচারাল অফিসার আসাদ উদ দৌলার সভাপতিত্বে এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মমতাজুল হক,পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইজ চেয়ারম্যান আরিফা সুলতানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম ও প্রশিক্ষক আব্দুল বারী ।
জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গত ১৯ জানুয়ারী থেকে ২৮ জানুয়ারী পর্যন্ত ওই অ্যাক্রোবেটিক (শরীর চর্চা ) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নীলফামারী জেলার ৪০ জন বিভিন্ন বয়সের শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
সাংস্কৃতিক কর্মকর্তা আসাদ উদ দৌলা বলেন, শিশুদের লেখা পড়ার পাশাপাশি সুস্থ্য মন সুস্থ্য শরীর গঠনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপি অ্যাক্রোবেটিক কর্মশালার আয়োজন করে আসছে।