স্টাফ রিপোর্টার: রংপুরে খামার মোড়ে তাবলিগ মসিজদের ছাদ ধসে পড়েছে।
রবিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত অন্তত ৮ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। ৪ জনের অবস্থা আশংকাজনক। এর মধ্যে একজন আই সি ইউ তে রাখা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছে, রবিউল আলম (১৯), মানিক মিয়া (৩০), গোলাজার হোসেন (৩১), মুশফিকুর রহমান (৩২), সাইফুল ইসলাম (৫৫), রজব আলী (৩২) ও বাবু মিয়া (২৮)।
মসজিদে কর্মরত শ্রমিক ফুলমিয়া জানান, ছাদ ঢালাইয়ের সময় বাইরের দুটি পিলার ধসে পড়ে। এর পর পরই নির্মাণাধীন ছাদটি ধসে পড়ে।
রংপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ছাদ ঢালাইয়ের সময় চাপ সইতে না পারায় দুটি পিলার ধসে পড়ে। এর পরপরই নির্মাণাধীন ছাদের একাংশ ধসে পড়ে।
রংপুর জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফেরদৌস বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় চাপা পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।
এদিকে ধসে যাওয়া মসজিদ পরিদর্শন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আম্মেদ ঝন্টু ।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গোলাম কবীর কাজল, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান, রংপুর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আকরাম হোসেন , রংপুর সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সেকেন্দার আলী, রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন,রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী প্রমুখ।
এছাড়া রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।