আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

পরীক্ষার কেন্দ্র পাহারা দিতে বললেন এরশাদ

রবিবার, ১ ফেব্রুয়ারি ২০১৫, বিকাল ০৫:৩৯

রবিবার জাপা চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এরশাদ কর্মীদের এ নির্দেশ দেন।

কর্মীদের নির্দেশ দিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমি জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছি, সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের হলে যাওয়া-আসার পথে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরীক্ষা কেন্দ্রের আশপাশে নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবকের মতো দায়িত্ব পালন করতে হবে।’

এরশাদ বলেন, ‘দেশের প্রায় ১৫ লাখ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে আমি হরতাল ও অবরোধের মতো কর্মসূচি প্রত্যাহারের জন্য ২০ দলের নেতৃত্বের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

এরশাদ বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন গড়ার প্রধান সোপান হচ্ছে- সাফল্যের সাথে মাধ্যমিক স্তর অতিক্রম করা। সেই সময়টাকে যদি রাজনৈতিক কারণে তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেই তাহলে রাজনীতির কোনো অর্থ থাকতে পারে না। দেশের ১৫ লাখ পরীক্ষার্থীর পাশাপাশি তাদের বাবা-মা, অভিভাবকরা এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে অবস্থান করছে। এই ধরনের পরিস্থিতি সৃষ্টির মধ্যে কোনো সুস্থ রাজনীতির পরিচয় বহন করে না।’

তিনি বলেন, ‘যারা এসএসসি পরীক্ষার মধ্যে হরতাল বা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন নিশ্চয়ই তাদের ছেলে-মেয়েরাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। নিজেদের সন্তানদের শিক্ষাজীবনকে জিম্মি করে নিছক রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করার মধ্যে কী যুক্তি থাকতে পারে তা বোধগম্য নয়।’

এরশাদ বলেন, ‘আমি আশা করি, দেশের সকল এসএসসি পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের প্রাণের অনুভূতির প্রতি দেশের সকল সচেতন মহলের আহ্বানে সাড়া দিয়ে ২০ দলীয় জোট অন্তত পরীক্ষার দিনগুলোতে তাদের হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে মহানুভবতার পরিচয় দেবেন। সরকারের সঙ্গে চলা বিরোধ নিয়ে দেশের এই কোমলমতি ছাত্র-ছাত্রীদের জীবন ও মন বিষময় করে না তোলার জন্য ২০ দলের প্রতি আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন


 

Link copied