আর্কাইভ  বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪ ● ৪ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: আজকের মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর –রংপুরে স্পীকার       রংপুরে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার       কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       

 width=
 

সীমান্তে বিএসএফের রেড এলার্ট;সতর্ক অবস্থানে বিজিবি

শুক্রবার, ১ মার্চ ২০১৩, বিকাল ০৬:২৯

আমাদের নীলফামারী সংবাদদাতা ও হাতীবান্ধা সংবাদদাতাদের পাঠানো সংবাদ নিয়ে ডেস্ক রিপোর্ট।

নীলফামারী সংবাদদাতা॥ জামায়াত শিবির বা জঙ্গি গোষ্ঠীর ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা সৃষ্টি করতে না পারে এ জন্য নীলফামারীর সাথে ৫১ কিলোমিটার ভারতীয় সীমান্তে রেডএলার্ট জারি করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রেড এলার্ট জারি করা হয় বলে নীলফামারী ডোমার ও ডিমলা উপজেলার ভারতীয় সীমান্তের বিভিন্ন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ অবস্থায় বাংলাদেশ সীমান্তের বর্ডার গার্ড ( বিজিবি) ভারতীয় বিএসএফের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোন খবর না পেলেও বাস্তব অবস্থায় তারাও(বিজিবি) সর্তকতা অবলম্বন করে সীমান্তের কাছাকাছি ক্ষেতখামারে ও সীমান্তের পথ দিয়ে বাংলাদেশের লোকজনকে চলাচল না করার জন্য পরামর্শ দিয়েছেন। ডোমারের চিলাহাটি সীমান্তের অধিবাসী পলাশ ও ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্তের তবিবর রহমান জানান বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ভারত সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করে টহল বৃদ্ধি করেছে। তারা আরো জানায়, প্রতি দিন সন্ধ্যার দিকে বিএসএফ সীমান্তে সার্চ লাইট গুলো ২ থেকে ৩ ঘণ্টা জ্বালিয়ে রাখলেও বৃহ¯পতিবার সারা রাত এবং শুক্রবার দিনের বেলাতেও সেই লাইটগুলো জ্বালিয়ে রেখে সীমান্ত জুড়ে টহলের মহড়া দিয়েছে। সূত্র মতে জামায়াতের নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীর মানবতা বিরোধীর দায়ে ফাঁসীর রায়ের পর বৃহস্পতিবার বাংলাদেশে জামায়াত শিবিবের তাণ্ডব এবং তাদের সীমান্তে অনুপ্রবেশ বা অবস্থান করতে না পারে সেটিকে গুরুত্ব সহকারে নিয়ে সীমান্তে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএসএফ তাদের ভারতীয় সীমান্তে রেড জারি করে। ফলে ভারতীয় সীমান্ত গ্রামবাসীকে বিএসএফ আপাতত সীমান্তের কাছে কাজ না করতে পরামর্শ দিয়েছে।

এদিকে, ভারতীয় সীমান্তে রেড এলার্টের কোনো খবর আনুষ্ঠানিকভাবে নেই জানিয়ে নীলফামারীর ৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আনিছ বলেন তবে বিএসএফ সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েনসহ টহল বৃদ্ধি করেছে বলে বিভিন্ন ভাবে জানা গেছে। এরই প্রেক্ষাপটে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান তিনি। তবে শুক্রবার দিন ব্যাপী সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

আহমেদ সিপন, লালমনিরহাট: লালমনিরহাটের সীমান্তে রেডএলার্ট জারি করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার সকাল থেকে রেড এলার্ট জারি করা হয়।

সীমান্তে বিভিন্ন সূত্র জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ভারত সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করে টহল বৃদ্ধি করেছে। এদিকে, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থায় থেকে টহল বৃদ্ধি করেছে। তবে, কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

পাটগ্রাম উপজেলার পানবাড়ী গ্রামের ওসমান আলী জানান, ভারতে তার নিকটবর্তী আত্মীয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে জেনেছেন, ভারতীয় বিএসএফ বাংলাদেশের বৃহস্পতিবারের পর যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সীমান্তে রেড এলার্ট জারি করেছে।

এদিকে, সীমান্তে রেড এলার্টের কোনো খবর জানা নেই উল্লেখ করে বিজিবি লালমনিরহাট ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, তবে বিএসএফ সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েনসহ টহল বৃদ্ধি করেছে। এরই প্রেক্ষাপটে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।

 

মন্তব্য করুন


 

Link copied