রাজশাহী: রাজশাহী নগরীতে পরিত্যক্ত অবস্থায় ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব। বোয়ালিয়া মডেল থানার দেবিশিংপাড়া মাদ্রাসা মোড় থেকে সোমবার সকালে ককটেলগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৫ মিডিয়া সেলের সিনিয়র এএসপি মীর্জা গোলাম সারোয়ার জানান, সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবিশিংপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করা হয়েছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অবরোধ-হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এ বিস্ফোরকদ্রব্য মজুদ করা হয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে বলেও জানান তিনি।