আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর      

 width=
 

রাজশাহীতে উদ্বোধন হলো দেশের প্রথম হিউম্যান হলার তৈরীর কারখানা

রবিবার, ৮ মার্চ ২০১৫, দুপুর ০৪:৫৬

ডেস্ক: রাজশাহী বিসিক শিল্প নগরীতে নিটল-নিলয় গ্রুপের উদ্যোগে দেশের প্রথম হিউম্যান হলার তৈরীর কারখানার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। রবিবার সকালে এ কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধ করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এসময় তিনি বলেন, ‘টাটা মোটরস এর সহযোগিতায় এটিই রাজশাহীতে প্রথম মোটর শিল্প প্রতিষ্ঠান। এ ধরনের উদ্যোগে বাংলাদেশের আটো মোবাইল শিল্পখাতে নতুন মাত্রা সংযোজন করবে। রাজশাহীর পরিবহন খাতকেও আরও এগিয়ে নিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘রাজশাহীর উন্নয়নের আমাদের সরকারের একটি আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। সরকার এ অঞ্চলের শিল্প সম্ভাবনা কাজে লাগিয়ে দ্রুত আর্থ-সামাজিক অগ্রগতি তরান্বিত করতে চায়। এ লক্ষ্যে ৫০ একর জমির ওপর রাজশাহী বিসিক শিল্পনগরী সম্প্রসারণের প্রস্তাব সম্বলিত ডিপিপি ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। সে মোতাবেক ১৩২ কোটি টাকা ব্যয়ে রাজশাহী বিসিক শিল্পনগরী সম্প্রসারণের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এ প্রকল্প বাস্তিবায়িত হলে ৩০৮টি নতুন শিল্পপ্লট তৈরী হবে। যার মাধ্যমে পাঁচ হাজার নতুন লোকের কর্মস্থান সৃষ্টি হবে।’ শিল্পমন্ত্রী আমু বলেন, ‘খালেদা জিয়া জানেন এই আন্দোলনের মধ্যে দিতে ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভবনা নেই, তাই বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই এই আন্দোলন। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা, বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা। এই দুটি উদ্দেশেকে সামনে রেখে এই হত্যাযজ্ঞ সংঘটিত হচ্ছে। তাই সবাই ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।’ নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহ্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শিল্পমন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহীর পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিসিকের চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহম্মদ হোসেন খান, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ। এছাড়াও এফবিসিসিআইএর পরিচালক মোহাম্মদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসামুজ্জামান আসাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ রাজশাহীসহ দেশের বিভিন্ন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী হিউম্যান হলার তৈরী কারখানা উদ্বোধন ও পরিদর্শন করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারখানাটি স্থাপন করতে মোট ব্যয় হচ্ছে ২০ কোটি টাকা। এখান থেকে বছরে ৪০ হাজার হিউম্যান হলারের বডি তৈরী হবে। এর ফলে অনেক লোকের কর্মস্থানের সৃষ্টি হবে।

মন্তব্য করুন


 

Link copied