আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

সৈয়দপুরে শিল্প নির্মাণ বিরোধকে ঘিরে সংঘর্ষে আহত ৫ : থানায় মামলা

বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৩, রাত ১১:০৪

নীলফামারী জেলার সৈয়দপুরে আবাসিক এলাকায় শিল্প নির্মাণ বিরোধকে ঘিরে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিপক্ষের নির্মাণাধীন শিল্পপ্রতিষ্ঠানের অবকাঠামো গুড়িয়ে দিয়েছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন দুজন। তারা হলেন, শাহাবুদ্দিন (৪৮) ও মো. শাওন (৩৮)। গতকাল বুধবার সন্ধ্যায় শহরের শুটকিবন্দর এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এ ব্যাপারে ঘটনার রাতেই থানায় মামলা হয়েছে। মামলায় অভিযুক্তরা হলো, ইমতিয়াজ, নেওয়াজ, শাহনেওয়াজ ও আরমান। একই ঘটনায় অজ্ঞাতনামা আরও পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার বাদি শাহাবুদ্দিন মিয়া অভিযোগ করে জানান, ব্যবসায়ী মরহুম মোস্তাক হাজীর ছেলে ইমতিয়াজ আহমেদ শুটকি বন্দর আবাসিক এলাকায় চিপস ফ্যাক্টরি নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু এলাকাবাসী এর বিরুদ্ধে অবস্থান নেয়। শিল্প নির্মাণ বন্ধে গত ২৪ ফেব্রুয়ারি পৌর মেয়রকে লিখিত অভিযোগ দেয়া হয়। আর আমি এলাকাবাসীর এ আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছি মাত্র। এতে ক্ষিপ্ত হয়ে ইমতিয়াজের নেতৃত্বে নেওয়াজ, শাহনেওয়াজ ও আরমান আলীসহ ৮/৯ জন দুর্বৃত্ত সন্ধ্যায় আকস্মিকভাবে আমার বাসার সীমানা প্রাচীর টপকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভিতরে প্রবেশ করে। আমি এ সময় ড্রইং রুমে বসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলাম। তাদের অবৈধভাবে বাসার ভিতরে প্রবেশের কারণ জানতে চাইলে তারা আমাকে এলোপাথারি মারপিট করে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। এ সময় আমার আর্তচিৎকারে পরিবারের অন্য সদস্যরা আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও বেদম মারপিট করা হয়। দুর্বৃত্তদের লাঠির আঘাতে ভাগিনা শাওন গুরুতর আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্ত ইমতিয়াজের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তারাই আমার নির্মাণাধীন চিপস ফ্যাক্টরীর অবকাঠামো গুড়িয়ে দিয়েছে। এদিকে শিল্প প্রতিষ্ঠানের অবকাঠামো গুড়িয়ে দেয়ার ঘটনার সত্যতা স্বীকার করে শাহাবুদ্দিন মিয়া বলেন, বিক্ষুব্ধ এলাকাবাসী এটি ঘটিয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির মামলার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন


 

Link copied