সেন্ট্রাল ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্থগিতকৃত ভর্তি কার্যক্রম শনিবার থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ দেয়া হয়েছে।
নোটিশে বলা হয়, আগামী শনিবার ও রোববার তৃতীয় লিস্টের ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। কোটার সাক্ষাৎকার আগামী ১৪ ও ১৫ মার্চ তারিখে অনুষ্ঠিত হবে এবং কোটার বিষয় বিতরণ লিস্ট প্রকাশ করা হবে আগামী ১৮ মার্চ। কোটায় যে সকল শিক্ষার্থীকে বিষয় দেয়া হবে তাদের আগামী ২০ ও ২১ মার্চ তারিখের মধ্যে ভর্তি হতে হবে। ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে বলেও নোটিশে জানানো হয়।