আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

পলাশবাড়ীতে চাষীদের মুখে হাঁসি ফোঁটাবে ধনিয়া

শুক্রবার, ৮ মার্চ ২০১৩, বিকাল ০৬:০৭

অনেক কৃষকই আগ্রহ সহকারে জানিয়েছে, ধানসহ অন্যান্য ফসলে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং জ্বালানীর মূল্য বৃদ্ধি পাওয়ায় অনেক কৃষক ধান চাষ করেনি। এদের একটি বড় অংশ অনাবাদী জমিতে স্বল্প খরচে উৎপাদন যোগ্য ফসল ধনিয়া আবাদ করেছেন বলে বিভিন্ন মাঠের কৃষকরা জানিয়েছেন।

পলাশবাড়ী কৃষি-সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে ও বিএস মাসুদুর রহমান মাসুদ জানান, চলতি মৌসুমে উপজেলায় ৩ শ’ হেক্টর জমিতে আবাদ করে সাড়ে চারশত মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু আবহাওয়া ও পরিবেশ অনুকূল হওয়ায় আবাদ হয়ে ৩ শ’ হেক্টর জমিতে যা নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। যেহেতু আবাদের পরিমাণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে সেহেতু উৎপাদনও স্বাভাবিকভাবেই নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে।

উপজেলার সদরে কালুগাড়ী গ্রামের আলমগীর ও বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের রফিকুল ইসলাম ও মহদীপুর ইউনিয়নের কৃষকরা মাঠের ধনিয়া চাষিরা দাবী করছেন, ধনিয়া গাছের বাড়ন্ততা , ফুলের পরিমাণ ও ফলের বর্ধিষ্ণুতা দেখে অনুমান করা যায় চলতি মৌসুমে ধনিয়া বাম্পার ফলন হবে। সেই সাঙ্গে হাঁসি ফোটাবে বিভিন্ন ফসলে ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজারো স্বপ্নভঙ্গ হওয়া কৃষকের মুখে।

মন্তব্য করুন


 

Link copied