আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল       সার্ভার ডাউন: রসিকে জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তি চরমে       রংপুরে ফটোসাংবাদিক ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনী       ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন      

 width=
 

১ কোটি ৬০ লাখ প্রতিবন্ধী মানুষকে সমাজের মূল স্রোত ধারার বাহিরে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন অসম্ভব

শুক্রবার, ৮ মার্চ ২০১৩, রাত ০৮:৩৯

 দিনাজপুর সংবাদদাতা:

শুক্রবার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে সুইড বাংলাদেশ দিনাজপুর শাখা পরিচালিত বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে আয়োজিত প্রতিবন্ধীদের চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং শিশু কিশোর সমাবেশে শিশু কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মনোভাব ব্যক্ত করেন।

বঙ্গবন্ধুর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই শিশু সমাবেশ ও প্রতিযোগীতার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমিপ্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নে বর্তমান সরকার বহুমুখী উদ্যোগ গ্রহন করেছে। দিনাজপুর জেলাতেও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছে। মানুষ যখন দেখবেন সরকারের মন্ত্রী, এমপিরা প্রতিবন্ধীদের পাশে আছেন তখন তাদের পিতা-মাতাদেরকেও ভালো লাগবে। তখনই তারা বুঝবেন যে, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, কারণ সরকার প্রতিবন্ধীদের পাশে রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মালেক এবং বঙ্গবন্ধু পরিষদ রংপুর বিভাগীয় শাখার সভাপতি এলাহী ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা আলতাফুজ্জামান মিতা, সুইড দিনাজপুর জেলা শাখার সভাপতি তৈয়ব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আজহারুল আজাদ জুয়েল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন, বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপন কমিটির আহ্বায়ক শাহ জাহান নভেল, বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন শাহ নেওয়াজ, দিনাজপুর বধির ইন্সটিটিউটের প্রধান শিক্ষক নাজনিন আখতার প্রমুখ। সমাবেশ ও প্রতিযোগীতায় প্রায় ৫শতাধিক শিশু ও প্রতিবন্ধী শিশু অংশ গ্রহণ করে।

মন্তব্য করুন


 

Link copied