আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ; মামলা তুলে নিতে হুমকী

শনিবার, ৯ মার্চ ২০১৩, রাত ০৯:৪৬

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে গত মঙ্গলবার রাতে ধর্ষকের বিরুদ্ধে ধর্ষিতা বাদি হয়ে থানায় মামলা করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মামলা হওয়ার পর ধর্ষকসহ অন্যান্য আসামিরা গ্রেপ্তার এড়াতে গা-ঢাকা দিয়েছে। আসামিরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে। অভিযোগকারী বলেন, হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে নবান কাউসার বিয়ের প্রলোভন দিয়ে তিন বছর আগে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কিছু দিন অতিবাহিত হওয়ার পর তাকে বিয়ের কথা বলা হলে, সে আমাকে জানায় একটা চাকরি হলে তোমাকে বিয়ে করে ঘরে তুলে আনবো। ৬ মাস পূর্বে নবাব কাউসারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি হয়। চাকরি হওয়ার পর তাকে বিয়ের কথা বললে সময়ের কাল ক্ষেপন করতে থাকে। বিষয়টি আমি পরিবারের লোকজনকে জানাতে চাইলে, সে আমাকে বিবাহ করিবে বলে গত ২১ ফেব্রুয়ারি আমাকে মোবাইল ফোনের মাধ্যমে আমার দুলা ভাইয়ের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে গিয়ে তার আচরণ খারাপ অনুভাব বুঝতে পেরে আমি সেখান থেকে চলে আসতে চাইলে নবাব কাউসার আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় আমি চিৎকার করিলে নবাব মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। ভবিষ্যতের কথা চিন্তা করে ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টার সময় নবাবের বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারের লোকজনকে বলি। তার পরিবারের লোকজন বিয়ের আশ্বাস দিয়ে আমাকে তাদের বাড়িতে থাকতে বলে। তাদের কথামত নবাবের বাড়িতে দুইদিন থাকার পর নবাবের আত্মীয়-স্বজনরা বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি যেন না করি। আর যদি বাড়বাড়ি করি তাহলে নবাবের দুলাভাই উপজেলার শীতলপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোকসেদ আলী, নবাব কাউসারের ছোট ভাই রাসেল ও বাবা আব্দুল হামিদ প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ যতিন্দ্র নাথ শর্ম্মা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষক নবাব কাউসারসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

মন্তব্য করুন


 

Link copied