জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের দড়ি জামালপুর গ্রামের বহুল আলোচিত ১৪ বছরের নয়ন মিয়া হত্যা মামলার আসামীরা জামিনে এসে বাদীর পরিবারকে অব্যাহত প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। ফলে বাদী ও তার পরিবারের সদস্যরা নিজের বসতবাড়ি ছেড়ে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। নিরুপায় হয়ে পরিবারের সদস্যরা জানমালের নিরাপত্তা চেয়ে রোববার সাদুল্যাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৯ সেপ্টেম্বর সকালে ওই গ্রামের ছাদেকুল ইসলামের ছেলে নয়ন মিয়াকে (১৪) একই গ্রামের মৃত অপর উদ্দিনের ছেলে ছফর আলী, তার স্ত্রী শাহিদা বেগম কৌশলে বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে পার্শ্ববর্তী একটি সুপারির বাগানে লাশ ফেলে পালিয়ে যায়। ওই দিনেই নিহতের বাবা ছাদেকুল ইসলাম বাদী হয়ে ৩ জনকে আসামী করে সাদুল্যাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ২৮/২০০৯ইং। পরে পুলিশ লাশ উদ্ধারসহ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছফর আলী, শাহিদা বেগম ও সম্পা আখতার নামের ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
নিহতের বাবা ছাদেকুল ইসলাম জানান, আসামীরা দীর্ঘ ৯ মাস হাজতবাস করার পর সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পান। বর্তমানে আসামীরা বাড়ীতে এসে আমি ও আমার পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়া জন্য হুমকি দিয়ে আসছেন। মামলা তুলে না নেওয়া হলে দ্রুত তাদের পরিবারের সকলকে নয়নের মতো হত্যার পর লাশ গুম করা হবে। এছাড়াও আসামীরা নিজে ও তাদের লোক মাধ্যমে অব্যাহত ভাবে আমাদের বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছেন। ফলে জীবনের ভয়ে কয়েক মাস ধরে নিজের বসতবাড়ীঘর ছেড়ে পরিবারের সদস্যদের নিয়ে যাযাবরের মতো পালিয়ে বেড়াচ্ছি।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজনুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, আসামীদের হুমকি দেওয়ার বিষয়ে অবগত নন। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া আশ্বাস দেন।