আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

বেরোবি’র সকল নিয়োগ প্রক্রিয়ার উপর আদালতের নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৩, দুপুর ১২:৫০

জেলা রংপুরের মাননীয় সদর সিনিয়র সহকারী আদালত বুধবার এ নিষেধাজ্ঞা জারী করেন।
নিষেধাজ্ঞায় বলা হয়, "প্রফেসর মোহাম্মদ মোহাব্বদ খান, সদস্য ইউজিসি কর্তৃক কমিশন কর্তৃপক্ষের অনুমোদন  ক্রমে স্মারক নং- ইউজিসি/প্রশাসন/পাবঃ বিশ্বঃ/৫১১/২০১২/৭৮৫ তারিখ: ২৮/০১/২০১৩ইং এ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে ( নিয়মিত,এডহক ও দৈনিক হাজিরা ভিত্তিক) নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এমতাবস্থায় কেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে ( নিয়মিত,এডহক ও দৈনিক হাজিরা ভিত্তিক) নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম প্রার্থীত মতে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান পূর্বক স্থগিত রাখা হবে না সেই মর্মে ১ ও ২ নং বিবাদী কে ৭ (সাত) দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হইলো।
ইতোমধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে ( নিয়মিত,এডহক ও দৈনিক হাজিরা ভিত্তিক) নিয়োগ কার্যক্রম পরিচালনা হতে ১ ও ২ নং বাদীকে (অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞা) দ্বারা বারিত করা হলো।"
বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক ও ১ জন কর্মকর্তার পক্ষে ড. আর এম হাফিজুর রহমান বাদী হয়ে দেওয়ানী কার্যবিধি আইনের অর্ডার ৩৯ রুল ১ এর বিধান মোতাবেক বিশ্ববিদ্যালয়ে  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে ( নিয়মিত,এডহক ও দৈনিক হাজিরা ভিত্তিক) নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করা হয়।
মামলায়  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুঃ আব্দুল জলিল মিয়া ও রেজিস্টার কে বিবাদী করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে মোকাবেলা বিবাদী করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied