আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

দিনাজপুরে বজ্রপাত ও ঝড়ে ৩ জনের মৃত্যু

শনিবার, ২৭ এপ্রিল ২০১৩, রাত ১১:৪১

 দিনাজপুরে বজ্রপাতে ২ জন ও কালবৈশাখী ঝড়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একই পরিবারের ৩ জন সদস্যসহ ১৬ জন। এছাড়া বজ্রপাতের ঘটনায় মারা গেছে ৩টি গবাদি পশু। নিহতরা হলেন, সদর উপজেলার অর্জুনপুর গ্রামের মোজাহার আলীর ছেলে শহীদুল ইসলাম (৫০), চিরিরবন্দর উপজেলার পুনট্টি গ্রামের অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এবং পার্বতীপুর উপজেলার হামিদপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে রুহুল আমিন (২৫)। আহতরা হলেন, চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর গ্রামের কোহিনুর বেগম (৩০), তার দুই মেয়ে সালমা (১৬), নাজমা (১৩) ও সোহরাব হোসেন। বাকিদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেল‍া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্বতীপুর উপজেলায় বজ্রপাত হয় এবং ৮টায় ফুলপুর উপজেলায় কালবৈশাখী ঝড় হয়। জানা গেছে, শনিবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বজ্রপাত হয়। বজ্রপাতে পার্বতীপুর উপজেলার আমবাড়ী পেট্রোল পাম্পের কাছে শহীদুল ইসলাম মারা যান। একই সময়ে চিরিরবন্দর উপজেলার পুনট্টি গ্রামে বজ্রপাত হলে একজন মারা যান। এতে ৪ জন আহত হয় এবং  ৩টি গবাদিপশু মারা যায়। এ ব্যাপারে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আফজা জানান, এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে,  রাত ৮টায় ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে রুহুল আমিন মারা যায়। এ সময় আহত হয় অন্তত ১৫ জন। জানা গেছে, রাত ৮টার দিকে বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হলে ফুলবাড়ী উপজেলার মেলাবাড়ী এলাকায় ২০/২৫ জন মানুষ একটি পাকুড়গাছের নিচে আশ্রয় নেয়। এ সময় ওই গাছের ডাল ভেঙে পড়লে রুহুল আমিন নামে মারা যায়। এ সময় আহত হয়ে আরোও ১৫ জন। আহতদের মধ্যে ৭ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকীদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফুলবাড়ী থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, একজন মারা গেছে। আহত হয়েছে প্রায় ১৫ জন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন


 

Link copied