আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

কালীগঞ্জে হাট-বাজার ইজারার নামে লুটপাট ॥ ইচ্ছামত টোল আদায় ক্রেতা বিক্রেতাদের সীমাহীন ভোগান্তি

সোমবার, ২৯ এপ্রিল ২০১৩, রাত ১১:৫৮

নিয়াজ আহম্মেদ সিপন, কালীগঞ্জ থেকেঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাট বাজার ইজারায় দলীয় করণের অভিযোগ সহ হাট বাজার গুলোতে দলীয় নেতা কর্মীদের ইচ্ছামত টোল আদায়ের কারণে সাধারণ ক্রেতা বিক্রেতাদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। হাট বাজার ইজারায় দলীয় করণে প্রতি বছর সরকার লাখ লাখ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে। একাধিক হাট বাজার দখলে নিয়ে সরকারি কোষাগারে নাম মাত্র রাজস্ব প্রদানের মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের নিকট থেকে ইচ্ছামত টোল আদায় করছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা কাগজে কলমে বা সরকারি বিধি মোতাবেক ইজারা দেয়া হয়েছে বলে কৌশল অবলম্বনে নিজেদের রক্ষা করছেন। স্থানীয় সুত্রে জানাগেছে কালীগঞ্জ উপজেলায় ২১টি হাট বাজার রয়েছে। কাকিনা কৈলাশগঞ্জের হাট, কাকিনা ভৈরব বাজার, চামটাহাট, চাপারহাট, শিয়ালখোওয়াহাট, তুষভান্ডার বাজার, কালীগঞ্জ বাজার হতে প্রতি বছর সবচেয়ে বেশি রাজম্ব আয় হয়ে থাকে। কিন্তু উপজেলায় হাট বাজার ইজারায় একটি সিন্ডিকেট প্রতি বছর তুলনামূলক একই পরিমাণ অর্থ প্রদান করে নিজেদের দখলে রাখছে হাট বাজার গুলো। চলতি বছরে ২১টি হাট বাজারের মধ্যে ১৭টি ইজারা দেয়া হয়েছে। এর মধ্যে শিয়ালখোওয়া হাট ইজারা দেওয়া হয়েছে ৫ লাখ ৮০ হাজার টাকায়, চাপারহাট ২৭ লাখ ৯০ হাজার, চামটাহাট ১৭ লাখ টাকায় ইজারা দেয়া হয়েছে। এবারে ২১ টি হাট বাজার ইজারায় মোট ৭৮ লাখ ১৫ হাজার ৮ শত ১ টাকা রাজস্ব আয় হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রায় সবগুলো হাট বাজারে সরকার দলীয় নেতা কর্মীরা নিয়মনীতি উপেক্ষা করে ক্ষমতার দাপটে সর্ব নিম্ন দরে হাট বাজার গুলো ইজারা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঢোল-মহরত কিংবা মাইকিং করে হাট বাজার ইজারার প্রচারনা চালানোর নিয়ম থাকলেও তা করা হয়নি। এমনকি প্রচার সংখ্যায় কম এমন দৈনিক পত্রিকায় ইজারার বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট তারিখে ইজারার সিডিউল জমা প্রদানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধার কারণে অনেকেই টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারেনি এমন অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানাগেছে, বর্তমান সরকারের গত চার বছরে কালীগঞ্জ উপজেলার হাট বাজার ইজারার নামে ৫০ লাখের বেশি টাকা লুটপাট হয়েছে। অবশ্য সরকার বদলের সাথে সাথে বদলে যায় হাট বাজার ইজারার পূর্নচিত্র। সে ক্ষেত্রেও একই নিয়মে চলতে থাকে লুটপাটের প্রক্রিয়া। নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা বলেন, ‘দলীয় নেতা কর্মীদের কথা না শুনলে অপদস্ত হতে হয়, তাই নাম মাত্র ইজারায় তাদের হাতে হাট বাজার হস্তান্তর করতে হয়। এভাবে প্রতিবছর সরকারের লাখ লাখ টাকা রাজম্ব ক্ষতি হলেও পুরো অনিয়ম তান্ত্রিক বিষয়টিকে ‘কর্মী লালন পালন’ হিসাবে দেখেন উচ্চ পর্যায়ের দলীয় নেতারা। সরকারি তথ্য বিবরণী সুত্রে জানাগেছে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ‘হাট বাজার ইজারা পদ্ধতি ও প্রাপ্ত আয় বন্টন সর্ম্পকিত নীতিমালা ২০১১ এর অনুচ্ছেদ ৫ মোতাবেক’ টোল রেইট অনুযায়ী টোল আদায়ের বিধান ধাকলেও কালীগঞ্জ উপজেলার হাট বাজার ইজারাদার গণ নীতিমালার প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করছে। সরকার ঘোষিত টোল রেইট টিন অথবা কাঠের প্লেটে স্পষ্ট অক্ষরে লিখে হাট বাজারে প্রদর্শনের বিধান থাকলেও তা কাগজে কলমে সীমাবদ্ধ। সব মিলিয়ে অতিরিক্ত টোল আদায়, সীমাহিন অনিয়ম, প্রতিনিয়ত সাংঘর্ষিক ঘটনা জানার পরও অজ্ঞাত কারণে প্রশাসনের কর্তা ব্যক্তিরা নীরব রয়েছেন। সংশ্লিষ্ট বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রাব্বীর নিকট জানতে চাইলে তিনি এ প্রতিবেদক কে বলেন, কালীগঞ্জে নতুন এসেছি, বিষয়টি আমার সম্পুর্ন জানা নেই তবে বর্তমানে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

মন্তব্য করুন


 

Link copied