আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: আজকের মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর –রংপুরে স্পীকার       রংপুরে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার       কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       

 width=
 

আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে খাবার বগি নেই : যাত্রীরা বিপাকে

বুধবার, ১ মে ২০১৩, রাত ০৩:১২

পার্বতীপুর রেল স্টেশনের ৪ নম্বর প­াটফরমে দাঁড়িয়ে থাকা অন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ঢাকাগামী যাত্রীরা জানান, ট্রেনের সাথে খাবার গাড়ী না থাকায় নিজ বাসা থেকে টিফিন বক্সে দুপুরের খাবার নিয়ে এসেছেন তিনি। ট্রেনে কর্তব্যরত এক পুলিশ সদস্য জানায়, তিনি হোটেল থেকে দুপুরের খাবার প্যাকেট করে সঙ্গে নিয়েছেন।

এদিকে, পার্বতীপুরের টিএক্সআর (সিগ লাইন) কর্মকর্তা আবদুর রহমান যাত্রীদের সাময়ীক বিপাকে পড়ার কথা স্বীকার করে জানান, দিনাজপুর থেকে পার্বতীপুর হয়ে ঢাকাগামী ৭৫৭ আপ ৭৫৮ ডাউন আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে খাবার বগিটি (যার নম্বর-৮৮৫১) চলাচলের অনুপযোগী হওয়ায় গত ২৪ এপ্রিল কর্তৃপক্ষ বগিটি বাতিল করা হয়েছে। অপরদিকে, পার্বতীপুরের অধিনে ৪৪৪৬ নম্বরের অপর একটি স্পেয়ার খাবার বগি থাকলে তা সংশিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে রংপুর এক্সপ্রেস ট্রেনে সংযোগ দেওয়া হয়েছে। বর্তমানে স্পেয়ার খাবার বগিটি রংপুর থেকে কাউনিয়া-বগুড়া-সান্তার হয়ে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে চলাচল করছে বলে জানা যায়। পার্বতীপুর রেলওয়ের টিএক্সআর (সিগ লাইন) কর্মকর্তা আবদুর রহমান জানান, ৪৪৪৬ নম্বরের ওই স্পেয়ার খাবার বগিটি ফেরতের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। চলাচলে অনুপযোগী বগিটি মেরামত করা সম্ভব হলে বগিটি মূল ট্রেনের সাথে সংযোগ দেওয়া হতে পারে বলে তিনি উলেখ করেন।

মন্তব্য করুন


 

Link copied