আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

পঞ্চগড় সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

সোমবার, ১৩ মে ২০১৩, দুপুর ০৪:৩৭

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি নির্মাণ শ্রমিক শরিফুলকে ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সকালে উদ্ধার হওয়া শরিফুলকে স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তার পরিবারের হাতে তুলে দিয়েছে। পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বাসির এ তথ্য জানিয়েছেন। রোববার রাতে বিষয়টি নিয়ে সীমান্তে বিজিবি ও বিএসএফ আলোচনায় বসে।পরে রাতেই বিএসএফ আটক শরিফুল ইসলামকে বিজিবির কাছে ফেরত দেয়। জানা যায়, রোববার বিকেলে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সন্যাষী পাড়ার ৭৩০/৬ রিভার পিলারের কাছ থেকে ভারতীয়রা এই বাংলাদেশি নাগরিককে আটক করে। এসময় শরিফুল নদীতে নেমে সাঁতার কেটে এপার ওপার হওয়ার সময় ভুল করে ভারতীয় এলাকায় চলে গেলে বিএসএফ শরিফুলকে আটক করে ভারতীয় ক্যাম্পে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় গোয়ালগজ বিজিবিকে খবর দেওয়া হলে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে। উভয়পক্ষের আলোচনার পর রাতেই শরিফুলকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। সকালে বিজিবি শরিফুলকে তার পরিবারের কাছে ফেরত দেয়।

মন্তব্য করুন


 

Link copied