আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর      

 width=
 

শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষায় জিপিএ-৫ সৈয়দপুরে আহনাফ পেলেন ১০ হাজার টাকা অর্থ সহায়তা

শুক্রবার, ১৭ মে ২০১৩, বিকাল ০৬:১২

বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাকে (তাহমিদ) ১০ হাজার টাকার ওই অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শফিকুল ইসলাম মেধাবী শিক্ষার্থী মো. আহনাফ তাহমিদের হাতে ওই চেক তুলে দেন। এ সময় সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল উপস্থিত ছিলেন। উল্লেখ, সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের স্কুল শাখার মেধাবী ছাত্র মো.আহনাফ তাহমিদ। সে সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী। তাই হাত দিয়ে ঠিকভাবে সে লিখতে পারেনা। অনেক কষ্ট ও সময় ধরে তাকে লিখতে হয়। লিখলেও লেখা বোঝা কষ্টকর এবং অনেক সময় লাগে। তারপরও লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহী সে। অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের উৎসাহ ও অনুপ্রেরণায় সে লেখাপড়া চালিয়ে আসছে। পাবলিক পরীক্ষায় নিজ হাতে পরীক্ষা দিয়ে সে হয়ত আশানুরূপ ফলাফল করতে পারবেনা এ আশঙ্কা থেকে তাকে নিয়ে বিকল্প চিন্তাভাবনা করেন স্কুল কর্তৃপক্ষ। এ অবস্থায় তাঁর অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সার্বিক দিক বিবেচনা করে শ্রুতি লেখনের মাধ্যমে তাঁর এসএসসি পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেয়। দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তাকে শ্রুতি লেখকের (স্ক্রাইব পদ্ধতি) মাধ্যমে পরীক্ষা দেয়ার অনুমতি প্রদান করে। আর শ্রুতি লেখকের মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় তাহমিদ। তাঁর শ্রুতি লেখক ছিল একই শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর ছাত্র মো.আবির হোসেন শাহ। আর শ্রুতি লেখক আবির হোসেন শাহের মাধ্যমে পরীক্ষা দিয়ে মানবিক বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পায় তাহমিদ। ওই সংস্থাটি মেধাবী শিক্ষার্থী আহনাফ তাহমিদকে তাঁর কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি দিতে ১০ হাজার টাকার চেক প্রদান করে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে ওই চেক প্রদান করা হয়। মেধাবী তাহমিদ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির রংপুর জোন প্রধান মো. গোলাম মোস্তফা মুকুল ও গৃহিণী নাজমা নাজের প্রথম পুত্র সন্তান। প্রতিবন্ধী তাহমিদ ভবিষ্যতে ইংরেজি বিষয়ে উচ্চ শিক্ষা নিতে ইচ্ছুক।

মন্তব্য করুন


 

Link copied