আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

সোমবার রংপুর বিভাগের আট জেলায় অর্ধদিবস হরতাল

শনিবার, ১৮ মে ২০১৩, দুপুর ০১:১৩

শনিবার দুপুরে রংপুর মহানগরীর আহার হোটেল এন্ড রেস্টুরেন্ট মিলনায়তনে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি মাহফুজ উন-নবী ডন এবং গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলনে রংপুর জেলা যুবদল সভাপতি রইচ আহম্মেদ লিখিত বক্তব্যে দলীয় নেতাকর্মী ও জনগণকে হরতাল পালনের আহবান জানান।

লিখিত বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি মাহফুজ উন-নবী ডন বলেন, রংপুর বিভাগের আট জেলার ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দের সাথে যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। হরতালের পরেও যদি আটক শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, তবে লাগাতর হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেয়া হবে হুশিয়ারি দেন। এসময় তিনি বলেন, সরকার বিএনপির সত্য ও ন্যায়ের আন্দোলনে দিশেহারা হয়ে শীর্ষ নেতাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে আন্দোলন দমাতে চায়। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পুলিশ বাহিনী ও সরকার দলীয় ক্যাডার দিয়ে হত্যা, হামলা, গুম, রাহাজানি করে একের পর এক নতুন মামলা তৈরি করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক মতিউর রহমান বাবু, কুড়িগ্রাম আহবায়ক জুয়েল, লালমিনরহাট আহবায়ক সাজু, রংপুর জেলা ছাত্রদল সভাপতি জহির আলম নয়ন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিজবুল, রংপুর মহানগর সভাপতি আতিকুল ইসলাম লেলিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন, গাইবান্ধা আহবায়ক আতিক হাসান রনি, কুড়িগ্রাম আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, লালমনিরহাট আহবায়ক আনিছ, দিনাজপুর আহবায়ক মিলন এবং অন্যদিকে যুবদলের পৃথক সংবাদ সম্মেলনে ছিলেন রংপুর জেলা যুবদল সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকু, সিনিয়র সহ সভাপতি নাজমুল আলম নাজু, সাংগঠনিক সম্পাদক শামসুল হক ঝন্টু, কুিড়গ্রাম আহবায়ক ও পৌর মেয়র নুর ইসলাম নুরু, দিনাজপুর আহবায়ক জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও আহবায়ক আবু নুর, নীলফামারী আহবায়ক পল্লব, পঞ্চগড় সভাপতি এ্যাডভোকেট কাজল, গাইবান্ধা আহবায়ক রিটু, লালমনিরহাট সভাপতি আফজাল হোসেন প্রমুখ সহ রংপুর বিভাগের আট জেলার শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ ।

মন্তব্য করুন


 

Link copied