রবি খন্দকার, মিঠাপুকুর (রংপুর) : কর্ম-সৃজন কর্মসূচী প্রকল্পে অনিয়ম করায় উপজেলার বড়হযরতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নওসাদ আলী (নওসা) কে এক মহিলা জুতা পেটা করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগে জানা গেছে, চলতি অর্থবছরে কর্ম-সৃজন কর্মসূচী প্রকল্পে শ্রমিকদের নামের তালিকা করতে গিয়ে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নওসাদ আলী (নওসা) ব্যাপক অনিয়ম ও দুনীতির আশ্রয় নেয়। এ কারণে কমিটির বাকী সদস্যরা ক্ষুব্ধ হয়ে উঠে।
ওই ইউপি সদস্য বিভিন্ন নামে ৩ জনের টাকা তুলে আত্মসাৎ করে আসছে। বিষয়টি জানা-জানি হলে সমঝোতার ভিত্তিতে এক জনের নাম পরিবর্তন করে শাহাজাদী নামে এক মহিলাকে দেয়। গত ৭দিন ওই মহিলা কাজ করে গত রোববার টাকা উঠার জন্য স্থানীয় শঠিবাড়ী জনতা ব্যাংকে গিয়ে দেখে তার নাম পরিবর্তন না করে পূর্বের নামে ইউপি সদস্য নওসা মিয়া ৩ জনের টাকা তুলে নেয়। এসময় শাহাজাদী টাকার জন্য ইউপি সদস্যকে বললে সে টালবাহানা করতে থাকে। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে শাহাজাদী ইউপি সদস্য মোঃ নওসাদ আলী (নওসা) কে জুতা পেটা করে।
মুহূর্তের মধ্যে শত শত লোকের সমাগম ঘটে। এসময় উপস্থিত লোকজন ওই সদস্যকে তিরস্কার করে বলে এরকম লোককে মানুষ ভোট দেয় কেন? এব্যাপারে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোসফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকে জানান, বড়হযরতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নওসাদ আলী (নওসা) কর্ম-সৃজন কর্মসূচী প্রকল্পে শ্রমিকদের নামের তালিকায় ব্যাপক অনিয়ম ও দুনীতির আশ্রয় নেয়ায় লাঞ্ছিত হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া। স্থানীয় চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করেন।