আর্কাইভ  শুক্রবার ● ২ জুন ২০২৩ ● ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: এলপিজির দাম কমল ১৬১ টাকা       পাঁচ মিনিট স্তব্ধ রংপুর       মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন       লালমনিরহাটে পাটক্ষেতে পড়েছিল অজ্ঞাত নারী, পানি খাওয়ার কিছুক্ষণ পর হলো নিথর       বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ও সহকারী প্রক্টর      

অবশেষে সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩, দুপুর ০৩:১৯

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে: বাড়িতে প্রেমিকার অনশনকে কেন্দ্র করে অবশেষে  বিরামপুরের সেই  ছাত্রলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
পদ হারানো সেই ছাত্রলীগ নেতা দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম শাওন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে সোমবার ( ৯ জানুয়ারি)  রাত ১০ টায়  ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। সেই পদ পেয়েছেন ফরহাদ হোসেন। তিনি হয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। 
সোমবার (৯ জানুয়ারি)  বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। ছাত্রলীগ নেতা শাহাবুল ইসলাম শাওনের বাড়িতে বিয়ের দাবিতে গত তিন দিন ধরে অনশন করছিলেন তার প্রেমিকা। তবে সোমবার সন্ধ্যায় শাহাবুল ইসলাম তাকে বিয়ে করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক।
গত শুক্রবার দুপুর থেকে বিয়ের দাবিতে শাহাবুল ইসলাম শাওনের বাড়িতে অনশন করেন পার্শ্ববর্তী মুকুন্দপুর ইউনিয়নের বাদমুখা এলাকায় কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়। সেই দিন থেকেই বাড়ি থেকে পালিয়ে ছিলেন শাহাবুল। পরে সোমবার সন্ধ্যায় ঘোড়াঘাট রানিগঞ্জ এলাকায় ওই মেয়েকে বিয়ে করেন শাহাবুল।
ছাত্রলীগ নেেতা আব্দুর রাজ্জাক বলেন, শাহাবুলের বাড়িতে গত কয়েক দিন ধরে এক কলেজ শিক্ষার্থী বিয়ের দাবিতে অনশন করেন। ছাত্রলীগ একটি পরিচ্ছন্ন সংগঠন। তার এই কর্মকাণ্ডের দায় সংগঠন মেনে নিতে পারে না। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দেয়া হয়েছে অব্যাহতি ।

মন্তব্য করুন


Link copied