আর্কাইভ  সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৩ ● ১০ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে- রাঙ্গা       পরীক্ষার কথা আগেই জানতেন সেই জোবেদা, পেয়েছিলেন ক্ষুদে বার্তাও       পাকিস্তানকে উড়িয়ে প্রথম পদক জয় বাংলাদেশের       নিয়োগ পরীক্ষায় ডাক না পাওয়ায় অবস্থান কর্মসূচি       নিয়োগ জালিয়াতির অভিযোগ এনে বেরোবি শিক্ষক তাবিউরের বরখাস্ত দাবি      

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই - জিএম কাদের

বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩, বিকাল ০৬:৪৩

মমিনুল ইসলাম রিপন: জাতীয় পার্টি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় দাবি করে দলের চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। দেশের নির্বাচন ব্যবস্থাটা সঠিক হোক। একটা সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হওয়া প্রয়োজন। যাতে দেশের মানুষ সঠিক ভাবে তাদের নেতৃত্ব নির্বাচিত করতে পারে।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ঈদুল আজহার নামাজ আদায় শেষে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএম কাদের এ কথা বলেন। ঈদ উপলক্ষ্যে পাঁচ দিনের সফরে রংপুরে এসেছেন তিনি।
 
সাবেক মন্ত্রী জিএম কাদের বলেন, যে কোনো সরকারের যেন জনগণের কাছে জবাবদিহিতা থাকে। সরকার যদি ভালো কাজ না করে জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে। জনগণের দোয়া আল্লাহ কবুল করবেন।

গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, আমি আমাদের দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে সারা বিশ্বের মুসলমানদের জন্য ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনে আমি প্রার্থনা করছি আল্লাহ্ যেন আমাকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের যে প্রস্তুতি, তার জন্য তাওফিক দান করেন।  

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগরের সহ-সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মাহবুবার রহমান বেলাল, মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, মহানগর জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ প্রমুখ।

এর আগে মঙ্গলবার (২৭ জুন) পাঁচ দিনের সফরে রংপুরে এসেছেন জিএম কাদের। ঈদের তৃতীয় দিন শনিবার তার নির্বাচনী এলাকা লালমনিরহাটে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরের দিন রংপুর হয়ে ঢাকায় ফিরে যাবেন তিনি।

মন্তব্য করুন


 

Link copied