আর্কাইভ  বুধবার ● ২৯ মার্চ ২০২৩ ● ১৫ চৈত্র ১৪২৯
আর্কাইভ   বুধবার ● ২৯ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ২-৭ বছরের কারাদণ্ড       মা হলেন মাহি       রংপুরে গাঁজাসহ ৩ জন গ্রেফতার       দিনাজপুর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটর সাইকেল আরোহী নিহত        সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত      

অর্থ সংকটে সরকার জনগনের কাছ থেকে সেই টাকা তুলে নিচ্ছে- রংপুরে জাপা চেয়ারম্যান

বুধবার, ১ মার্চ ২০২৩, রাত ০৯:৪৯

মমিনুল ইসলাম রিপন।। জাতীয় পার্টির চেয়ারম্যান সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন সরকার স্বীকার করুক আর না করুক তাদের কাছে বাংলাদেশী কারেন্সি বা টাকা নেই এবং বিদেশী ডলারও পাউন্ড সেটাও নেই। সরকার অর্থ সংকটে ভুগছেন সরকার জনগনের কাছ থেকে সেই টাকা তুলে নেবার জন্য বিভিন্ন ব্যাবস্থা নিচ্ছেন। তিনি বুধবার রাতে ঢাকা থেকে রংপুর নগরীর সেনপাড়ায় পৈত্রিক নিবাস স্কাইভিউ বাসভবনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। 

তিনি বলেন সরকার একেক সময় একেক অজুহাত দিচ্ছেন আইএমএফ এর অজুহাত দেয়া হচ্ছে। আবার কোন কোন সময় ইউক্রেন যুদ্ধের অজুহাত দেয়া হচ্ছে। কিন্তু যেটাই হোক দাম বৃদ্ধি করছেন এটা ঠিক আছে কিন্তু দেশের মানুষকে মেরে ফেলে তো কোন রাজনীতি হয়না। সেটা জনগন সহ্য করতে পারছেননা। 

জিএম কাদের পৃথিবীর অন্যান্য দেশের উদাহরন দিয়ে বলেন সেখানে মানুষকে ক্যাশ ইনটেনসিভ দেয়া হচ্ছে অনেক জায়গায় মানুষকে এমনি টাকা দেয়া হচ্ছে, দিতে পারছে তারা। আমাদেরকেও কোন না কোন ব্যবস্থা করতেই হবে। সে কারনে ম ানুষবে বাাঁচাতে রেশনিং সিষ্টেম চালু করার আহবান জানিয়ে বলেন তাহলে মানুষ বাঁচবে তারপর কি করতে পারবেন আমরা দেখবো। 

তিনি বলেন সরকার হাজার কোটি লক্ষা কোটি টাকার প্রজেক্ট এখনও নিচ্ছেন তিনি এসব প্রকল্প আপাতত বাদ দিয়ে সেই টাকা মানুষের খাদ্যের পিছনে ব্যায় করুন। তাহলে দেশের মানুষ যদি বেঁচে থাকে তাহলে বড় প্রকল্প পরেও করা যাবে। 

জিএম কাদের বলেন আমরা এই সেই রাজনীতি করতে চাচ্ছি আমরা গনবিচ্ছিন্ন উন্নয়ন চাইনা। জনগনের কল্যান কবে হবে জানিনা। কিন্তু বড় বড় প্রকল্পে দুর্নিতীর অভিযোগ আসছে। দেশের স্বার্থ বিরোধী বিভিন্ন চুক্তি করা হচ্ছে যা জনগনের স্বার্থ বিরোধী এসব থেকে বেরিয়ে এসে জনগনেরর কথা চিন্তা করার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি। 

তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন মানুষকে বাঁচাতে সামনে আরো খারাপ দিন আসছে বলে আশংকা করছি। 

এর আগে স্কাই ভিউ বাসায় এসে পৌছলে বিপুল সংখ্যক নেতা কর্মী ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সাধারন সম্পাদক এসএম ইয়াসির জেলা সদস্য সচিব আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied