আর্কাইভ  শুক্রবার ● ২ জুন ২০২৩ ● ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: এলপিজির দাম কমল ১৬১ টাকা       পাঁচ মিনিট স্তব্ধ রংপুর       মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন       লালমনিরহাটে পাটক্ষেতে পড়েছিল অজ্ঞাত নারী, পানি খাওয়ার কিছুক্ষণ পর হলো নিথর       বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ও সহকারী প্রক্টর      

অল্পের জন্য বেঁচে গেলেন উপ-সচিব

শনিবার, ১২ মার্চ ২০২২, দুপুর ০২:২৪

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের সঙ্গে পাজেরোর মুখোমুখি সংঘর্ষে উপ-সচিবসহ ৩ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টায় দিনাজপুরের পার্বতীপুর সড়কের চিরিরবন্দর উপজেলার গার্মেন্টস বাজারের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জোন) উপ-সচিব মো. শামসুল আযম ও তার স্ত্রী এবং গাড়ি চালক আহত হয়েছে। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশীদ জানান, দিনাজপুর থেকে পার্বতীপুরের দিকে উপ-সচিবকে বহনকারী গাড়িটি যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে একটি বালু বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপ-সচিবসহ ৩ জন আহত হয়েছে। দুর্ঘটনায় উপ-সচিবকে বহনকারী পাজেরো গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা আহতদের উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

বজলুর রশীদ বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি আটক করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে আছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied