আর্কাইভ  রবিবার ● ২ এপ্রিল ২০২৩ ● ১৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   রবিবার ● ২ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ভোক্তাপর্যায়ে দাম কমলো এলপি গ্যাসের       পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১       রংপুরে অঞ্জলিকা সাহিত্যপত্র আয়োজিত বিশেষ অনুষ্ঠানে       লালমনিরহাটে ২০ বছর ধরে ছেলেকে বেঁধে রেখেছেন বাবা-মা       ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক      

আওয়ামী লীগ নিজের পকেট ভারি করার জন্য দাম বাড়িয়েছে- মির্জা ফখরুল

বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১, বিকাল ০৫:০৯

ঠাকুরগাঁও প্রতিনিধি: এই সরকার বিনা ভোটে নির্বাচিত সরকার, এই সরকারের জবাবদিহিতা নেই, সেজন্য নিজের পকেট ভারি করার জন্য এসব কিছুর দাম বৃদ্ধি করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জনগনের কাছে জবাবদিহি করে না, পার্লামেন্ট এ জবাবদিহি করে না, নিজেদের ইচ্ছা খুশি মত যা করার করে। আমরা জানি যে এলপিজি গ্যাস কারা আমদানি করে, ফুয়েল কারা আমদানি করে। সব কিছু মিলে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে সাধারণ মানুষের জীবন দূর্বিষহ হয়ে উঠেছে। এই সরকার একটি দমনমূল আচরন করছে।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবন থেকে ঢাকার উদ্দেশ্যে রাওনা হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে উত্তরে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি সম্পর্কে মির্জা বলেন, একদিকে দ্রব্যমূল্যোর উদ্ধগতির কারণে দেশের মানুষ হিমশিম খাচ্ছে সেই সময়ে এই জ¦ালানী তেলের দাম বাড়ানো দ্রব্যমূল্যেকে আরো বৃদ্ধি করবে। দেশের সামগ্রী অর্থনীতির উপর একটা প্রচন্ড চাপ সৃষ্টি হবে। সেই সাথে মানুষের জীবনের যে একটা ক্রয় ক্ষমতা সেটা হ্রাস পাবে। যে কারণে বাংলাদেশের অর্থনীতিতে একটা প্রভাব পড়বে।

টিসিবি’র পন্যের দাম হঠাৎ করে বৃদ্ধি করে সাধারণ মানুষের উপর নির্যাতন বাড়ানো হল অভিযোগ করে তিনি বলেন, টিসিবি’র পন্যে তো সাধারণ মানুষের জন্য। এটার দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের উপর নির্যাতন করা হচ্ছে। বিদ্যুৎ এর দাম প্রতি বছর বৃদ্ধি করে আজকে মানুষের অবস্থা প্রায় শেষ করে দিয়েছে।

ট্রাক শ্রমিকদের কর্মসূচিকে সর্মথন জানিয়ে তিনি বলেন, তাদের আন্দোলনকে আমরা সর্মথন করি। আর আমারা কোন কর্মসূচি দিব কি না তা ঢাকায় গিয়ে জানাতে পারবো।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির অন্য সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

মন্তব্য করুন


Link copied