আর্কাইভ  রবিবার ● ২ এপ্রিল ২০২৩ ● ১৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   রবিবার ● ২ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ভোক্তাপর্যায়ে দাম কমলো এলপি গ্যাসের       পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১       রংপুরে অঞ্জলিকা সাহিত্যপত্র আয়োজিত বিশেষ অনুষ্ঠানে       লালমনিরহাটে ২০ বছর ধরে ছেলেকে বেঁধে রেখেছেন বাবা-মা       ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক      

আগষ্টিন-সীমা-ঝিলাম-নরেশ পরিষদের মতবিনিময় ও প্যানেল পরিচিতি সভা

বুধবার, ১২ অক্টোবর ২০২২, রাত ০৯:৫৩

মমিনুল ইসলাম রিপন,  রংপুর,(১২ অক্টোবর ২০২২,): দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন অব বাংলাদেশ (কাল্ব) এর ত্রি-বার্ষিক নির্বাচন-২২ উপলক্ষে ডেলিগেটদের সাথে আগষ্টিন-সীমা-ঝিলাম-নরেশ পরিষদের মতবিনিময় ও প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২অক্টোবর) বিকালে পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে কাল্ব সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে প্যানেল পরিচিতি এ মতবিনিময় ও পরিচিত সভা হয়েছে।

কাল্ব সাবেক ভাইস চেয়ারম্যান ও প্যানেল পরিচিতি সভার সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ আগষ্টিন-সীমা-ঝিলাম-নরেশ পরিষদের পরিচিতি করান।

মতবিনিময় সভায় প্যানেলের চেয়ারম্যান প্রার্থী আগষ্টিন পিউরিফিকেশন, ভাইস চেয়ারম্যান ফাহমিদা আক্তার সীমা, সাধারণ সম্পাদক প্রার্থী রাশেদুজ্জামান ঝিলাম ও কোষাধ্যক্ষ প্রার্থী নরেশ চন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন। 

মতবিনিময় সভায় কাল্ব সাবেক ভাইস চেয়ারম্যান সালাম খান, রংপুর জেলা ক্লাস্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীমুল রেজা খান(জুয়েল), নীলফামারী ক্লাস্টারের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল শহিদুল ইসলাম, গাইবান্ধা ক্লাস্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোনায়েম, লালমনিরহাট ও কুড়িগ্রাম ক্লাস্টারের সাধারণ সম্পাদক আমীনুল ইসলাম, পীরগাছা ক্লাস্টার কমিটির সভাপতি কাঞ্চন মানিক কাজল প্রমুখ। 

দূর্ণীতি প্রতিরোধ, পরিবর্তনের প্রত্যাশায়" শ্লোগানে আগষ্টিন-সীমা-ঝিলাম-নরেশ পরিষদের মূলমন্ত্র বলেও জানান বক্তারা। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে কালবের ত্রি-বার্ষিক নির্বাচন।

 

মন্তব্য করুন


Link copied