আর্কাইভ  সোমবার ● ৫ জুন ২০২৩ ● ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   সোমবার ● ৫ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: রংপুরে আ'লীগ কর্মী হত্যা‌ মামলায় কারাগারে ভাইস চেয়ারম্যান রাজ্জাক        ঠাকুরগাওয়ে বৃষ্টির জন্য সালাতুল ইস্তেখারা নামাজ আদায়       নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত       দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আ. লীগ সরকার: প্রধানমন্ত্রী       লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত      

আদিতমারীতে ভোট কেন্দ্রে সামনে মারা গেল যুবক

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১, দুপুর ০৪:৪৮

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে এসে মোঃ মাজিদুল ইসলাম (৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় রির্টানিং কর্মকর্তা ও উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে দূর্গাপুর ইউনিয়নের গুবদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

মৃত মহিদুল ইসলাম উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবদা মৃত ফজলুল রহমান ছেলে।

স্থানীয়রা জানান, সকালে দূর্গাপুর ইউনিয়নের গুবদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যান মাজিদুল ইসলাম। ওই সময় কেন্দ্রের সামনে গেলে হঠাৎ তার শরীরে অসুস্থ অনুভব করেন। পরে মাঠিতে পড়ে গেলে সেখানে থাকা ভোটাররা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যান। পরে কর্তবরত চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হার্ট দুর্বল থাকায় হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম জানান, ভোটকেন্দ্রের বাইরে একজন মারা গিয়েছে বিষয়টি শুনতে পেরেছি। তবে তিনি ভোট দিতে গিয়েছিলেন সেটা আমার জানা নেই। খোঁজখবর নিয়ে জানানো হবে। 

মন্তব্য করুন


 

Link copied